আমাদের কথা খুঁজে নিন

   

somewhereinblog তো এখন ladenwhereinblog হয়ে গেল



somewhereinblog তো এখন ladenwhereinblog হয়ে গেল বেপার টা কি ??? অই বেটা মরলে বাংলাদেশের কি? আমরা এত বেশি উৎসাহী কেন এই বেপারে? সাদ্দাম মিয়া মরসে যেদিন সেদিন বাজারে বাজার করতে গেসিলাম ঠিক মত কিছু কিনতে পারি না দোকানিরা শুধু এই বেপারটা নিয়া হুলস্থূল করতেসে। এক বেটা দেখি ভ্যা ভ্যা কইরা কান্তাসে পেপার টা বুকে নিয়া (মানে সাদ্দাম এর ফুতু লয়া) একটু কি বারাবারি না বেপার গুলো? আমরা নিজেদের কাজ ফেলে সবসময় অপ্রয়োজনীয় বেপারে বেশি আগ্রহ দেখাই এটা আমাদের জাতিগত অভ্যাস ( আমি নিজেও এর বাইরে না ) আসুন যার যার কাজে মন দেই। লাদেন কে আপাতত বালিশের তলে রেখে পরতে/কাজ করতে বসি। happy blogging

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।