আমাদের কথা খুঁজে নিন

   

দুপুর মিত্রের সাথে অনলাইন আলাপ

বিজ্ঞানী কলিন্স পড়ে চাঁদে যাওয়ার দোয়া। আমি ইমরান মাঝি দেখো ছইয়ের মধ্যে শোয়া দুপুরঃ কি খরব ফ্রি আছেন? আণলাইনে আলাপ করা যাবে যা ওয়েবম্যাগে প্রকাশ করতে চাই। কবিতা সাহিত্য বিষয়ে আপনার সাথে আলাপ করতে চাই। আমিঃ কি ভাবে আলাপ করবো। আমি তো থাকি চরফ্যাশন।

ভোলা দুপুরঃ এখানে আমি আপনাকে প্রশ্ন করব আর আপনি উত্তর দিবেন। আমিঃএভাবে কি হয় বলেন। আলাপটা কিসের কেন ? এমনিতেই কথা বলতে ইচ্ছে হলে ফোন দিতে পারেন। দুপুরঃ না না কবিতা এসব নিয়ে আমিঃ আচ্ছা ঠিক আছে শুরু করেন? আপনি এখন কোথায়? দুপুরঃ আমি অফিসে। ইদানিং কোন ধরণের কবিতা চোখে পড়ে বেশি? আমিঃ কোন ধরণের কবিতা মানে কি ? ধরণ বলতে ঠিক কি বোঝাতে চাইছেন।

আমি ঠিক মনে হয় না কবিতাকে কেটাগরি ওয়াইজ ভাগ করতে পারি। দুপুরঃ আচ্ছা তাহলে আপনার মতে কবিতার কোনও ধরণ নেই। আমরা যা লিখি সবই আসলে কবিতা আমিঃ আপনার বইটা পড়েছিলাম ভালো লেগেছে । কেন ভালো লেগেছে তা ঠিক বলতে পারবো না। আমি পড়া কবিতা কিংবা ভালো লাগা কবিতা ভুলে যাওয়ার চেষ্টা করি।

দুপুরঃ না মানে আমি একেবারেই সেই জায়গাটা ধরার চেষ্টা করছি যে কারণে বলা হয় এটা ইমরান মাঝির কবিতা বাংলা কবিতার পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন বা আদৌ কোনও পরিবর্তন দেখা যাচ্ছে কিনা? আমিঃ দুপুর আামর মনে হয় না এভাবে কথা বলে ঠিক মজা পাওয়া যাবে। এখনই আমার মনে হচ্ছে পরীক্ষা দিচ্ছি। সেটা তো কিছু না প্রত্যেকটা মানুষ আলাদা হওয়ার কারনে তার কবিতাটি আলাদা ভাবে চেনা যায়। কারো কারো কবিতা যে তার মত করে চেনা যায় না, তার কারন হলো লেখকের লেখাকে কবিতা করার চেষ্টা। মানে আপনি যখন কিছু একটা হওয়া চেষ্টা করছেন সেটিই আপনার নিজস্বতায় আঘাত করেছে ।

আর আপনি নিজেকে হারিয়ে ফেলছেন দুপুরঃ সুন্দর না মানে আমরা এস ইউজুয়াল আলাপের মতই এখানে কথা বলতে চাই। আমি জাস্ট অনুসংগগুলো যোগ করবার চেষ্টা করছি মাত্র। আপনার কবিতায় একটা বেশ ভাল চেষ্টা ছিল যে আপনি লোকজ অনুসংগ ব্যবহারের চেষ্টা করতেন বেশ ভাল ভাবে। আপনি কি কবিতার চর্চাকে এখনও সেই জায়গা থেকেই দেখছেন? আমিঃ পরিবর্তন একটা কালের ঘটনা । আমি মনে করি এটি প্রকৃতিক নিয়মে হবে।

সে আপনি বাইরে থেকে তেমন একটা দেখতেও পাবেনা এবং জোড় করে পরিবর্তন আনতেও পারবেন না। আমি আসলে কোন কালেই কোন চেষ্টা করিনি । আর চেষ্টা করে কিছু হয় না দুপুর। আমি গতিশীল কোথাও আটকে থাকতে চাই না। এবং আমি আসলে কোন চর্চাও করি না।

দুপুরঃ নতুন কেউ যিনি কবিতা লিখতে ইচ্ছুক , তিনি যদি বলেন আমি কবিতা লিখা শিখতে চাই । তাহলে আপনি কি বলবেন? আমিঃ একটা প্রস্তুতি হয়তো লেখককে নিতে হয় কিন্তু জীবনের মধ্যে জিনিসটাকে মননের ভেতরে নিয়ে আসতে না পারা পযর্ন্ত আপনি বাইরের লোক, ঐ স্তরটায় আটকে থাকলে ঠিক নিজের কাছে পৌছা যায় বলে আমি মনে করি না। আবার আপনি চেষ্টা করেও সেখানে যেতে পারবেন কি না তা আমি ঠিক বুঝতে পারিনা। জীবনটা নিজের সিদান্তটা নিজেই নিতে হবে। জগতটা নিজস্বতার।

অতএব নতুন জিনি কবিতা লেখা শিখতে চাইছে। তার সঙে আমি হয়তো কথাই বলবো না। অথবা বলবো কবিতা লেখা শেখা যায়। অথবা তুমি লিখে যাও। কিন্তু শিখতে যেও না।

কবিতা লেখা শেখা যায় না। একটু ভুল হয়েছে দুপুরঃ তাহলে না শিখে কেউ কবিতা কিভাবে লিখে? আমিঃ কবিতা লেখা শেখা যায় না। একটু ভুল হয়েছে দুপুর আপনার সঙে আরেক দিন কথা বলি। বিদ্যুত নেই । আমার লেফটবের বেটারি শেষ ।

ভালো থাকবেন। আগেই বলেছিলাম সমস্যাটা ওখানেই। মানুষ শব্দটার চেয়ে শিল্পি শব্দটাকে আমি ছোট মনে করি। আবার লেখা শব্দটার চেয়ে আমি কবিতা শব্দটাকে ছোট মনে করি, একজন তরুন কেন কবিতা লেখার চেষ্টা করবে আমার মনে হয় তিনি লেখার চেষ্টা করতে পারেন। ভালো থাকবেন।

০১৭১৭১৬৫২৫৭ দুপুরঃ ঠিক আছে মাঝি ভাই, আপনার সময় নষ্ট করলাম। ধন্যবাদ আমাকে সময় দেবার জন্য। আমিঃ না না ভাই সময় নষ্ট না। মেশিন বন্ধ হয়ে যাচ্ছে । ভালো থাকবেন দুপুরঃ ঠিক আছে আরেকদিন কথা হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।