আমাদের কথা খুঁজে নিন

   

দুপুর

সেই উদাস করা দুপুর ,আজও আসে দুপুর আসে,শুধুমাএ নিসঙ্গ মানুষের কাছে ,যাদর তাড়া নেই,কোথাও কিছু করার ব্যস্ততা নেই,পায়ের নিচে শক্ত মাটি না থাকলেও ব্যাপার না,আবার মাথায় উপর ছাদ ও জরুরী নয় । সব কথার এক কথা দুপুর টা যাদের উদাস করে ,কিছু একটা মনে করিয়ে দেয় ,দুপুর টা তাদের । সকালের সমস্যা ,দুপুরে সমাধান ,বিকালে কর্মফল, রাতে বিগলিত মনে ভাবনা-কষ্ট বা আন্দন ভাবনা । বিকালের প্রেমিক অনেক,দুপুর তোমাকে কেউ বোঝে না । যদি তোমার সিদ্ধান্তের উপর বিশ্বাস রাখো তো দুপুরটা তোমার ।

হয় তপ্ত দুপুর না হয় হঠাৎ কুয়াশা কাটিয়ে স্বর্গ চোখে পরা ,কারো কোন কিছুর সাথে তুলনা হয়না । মজার কথা হলো ,দুপুরটা একা একলা কাটাতে হয় ,দুপুর কে বোঝার জন্য,কথা শুনবার জন্য । অনেক মন চাইবে আশে পাশে,হাতের কাছে থাকুক একজন । নাহহহ অনেক অনেক অনেক দিন দুপুর দেখলাম ,অথচ কখনও মনে হলো না তোমাকে কিছু বলি । কিছু না বলতে বলেই দুপুর টাকে ভালোবাসলাম ।

এখন দুপুর আমার ,দুপুরের সুরের মন, দুপুরের রাগ সবই । যদিও মনটা উদাস থাকে,কোন ব্যাথ্যা থাকে ,কিছু বলার থাকে দুপুরের সঙ্গ থাকুক ,আমরা দুপুর কে ভালোবাসি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।