আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানের ওপর নজরদারিতে বাবা-মার ভরসা ফেইসবুক

এসো তরুন আমরা সবাই এক হই, আর একবার যুদ্ধ করি এ পুরানো রাজানীতির সংগে সম্প্রতি সিকিউরিটি কোম্পানি এভিজি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় ৬১ শতাংশ মা-বাবাই সন্তানের উপর নজরদারি করতে তাদের ফেইসবুক অ্যাকাউন্টে চোখ রাখেন। খবর ইয়াহু নিউজের। সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ৪ হাজার ৪০০জন অভিভাবকের ওপর পরিচালিত ওই জরিপে দেখা গেছে, বর্তমান যুগে অধিকাংশ মা-বাবাই তাদের সন্তানের ইন্টারনেট কার্যকলাপ নিয়ে চিন্তিত থাকেন এবং তারা কী করছে সে বিষয়ে নজর রাখেন। প্রায় ৭২ শতাংশ অভিভাবকই তাদের টিনএজ ছেলেমেয়েদের সঙ্গে ফেইসবুকে ‘বন্ধু’ হিসেবে যুক্ত আছেন। এদের মধ্যে প্রতি ১০ জনে ছয়জনই স্বীকার করেছেন যে, তারা তাদের সন্তানের অজান্তেই তাদের কার্যকলাপের উপর নজরদারি করছেন।

এভিজি আরও জানিয়েছে, জরিপে অংশ নেয়া ৪৪ শতাংশ মা-বাবাই জানিয়েছেন যে, তারা গোপনে তাদের সন্তানের অ্যাকাউন্টে ঢুকে থাকেন। তবে তাদের এই উদ্বিগ্নতার যথেষ্ট কারণও আছে বলে জানিয়েছেন তারা। প্রায় ২১ শতাংশ অভিভাবক তাদের সন্তানের ফেইসবুক প্রোফাইলে অবমাননাকর বার্তা বা অ্যাবিউজিভ মেসেজ পেয়েছেন। এ ছাড়াও ১৪ শতাংশ অভিভাবক জানিয়েছেন, তারা এ জাতীয় বার্তা তাদের টিনএজ ছেলেমেয়ের মোবাইল ফোনেও পেয়েছেন। ইয়াহু বলছে, ১৩ বছর বয়স হওয়ার জন্য অপেক্ষা করলে অভিভাবকরা তাদের সন্তানের অনলাইন কার্যকলাপ সম্পর্কে অজ্ঞই থেকে যাবেন।

কেননা, ১০ থেকে ১৩ বছর বয়সীদের মধ্যে ৫৮ শতাংশই ইন্টারনেটে ফেইসবুক ও টুইটারের মতো সামাজিক যোগাযোগের সাইটে সক্রিয়। এ ছাড়াও মাত্র ছয় থেকে নয় বছর বয়সীদের অর্ধেকেরও বেশি সংখ্যক শিশু ইন্টারনেটের ‘ক্লাব পেঙ্গুইন’-এর মতো শিশুদের জন্য তৈরি সোশাল নেটওয়ার্কিং-এ জড়িত। এদের মধ্যেও আবার ১৪ শতাংশ শিশুরই ফেইসবুকে অ্যাকাউন্ট রয়েছে যদিও তা নীতিমালার পরিপন্থী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।