আমাদের কথা খুঁজে নিন

   

সন্তানের প্রতি পিতার গান



তোমার জন্য সূর্য ওঠে তোমার জন্য চাঁদ, তোমার জন্য বিশ্বভরা ভালোবাসার ফাঁদ তোমার জন্য এক আকাশে অনেক নীলের গান ঘরে জড়ায়, বাইরে জড়ায় মায়ার পিছুটান ওরে মুমিত ওরে মুমিত আমার মুমিতরে লক্ষী মুমিত যাদু মুমিত সোনা মুমিত রে... তোমার জন্য বাদল দিনে উদাস রবীন্দ্রনাথ বর্ষা নিয়ে লিখতে গিয়ে দাঁতে ঘষেন দাঁত মেঘ শিশুদের আঁকো তুমি মনের খাতা জুড়ে সেই ছবিটা গান হয়ে যায় কবি গুরুর সুরে ওরে মুমিত ওরে মুমিত আমার মুমিতরে লক্ষী মুমিত যাদু মুমিত সোনা মুমিত রে... তোমার জন্য সুকুমারের ছন্দে সুখের বাস পাগলা দাশুর পাগলামীটা থাকবে বারোমাস করবে লড়াই পাগলা জগাই মানবেনা'তো হার তুমি যদি সঙ্গী হয়ে সঙ্গে থাকো তার ওরে মুমিত ওরে মুমিত আমার মুমিতরে লক্ষী মুমিত যাদু মুমিত সোনা মুমিত রে... তোমার চোখে দেখেছি আমি নতুন দিনের আশা এই পৃথিবীর হাওয়া জলে নিখুঁত ভালোবাসা তোমার হাসি জানায় আমায় সবার হবে জয় লড়াই শেষে সবার জন্য আসবে সুসময় গলা ছেড়ে গাইবো আমি গ্রীষ্ম বর্ষা শীত ওরে মুমিত ওরে মুমিত আমার মুমিতরে লক্ষী মুমিত যাদু মুমিত সোনা মুমিত রে... (আমার একবছর (+) বয়সী পুত্র সন্তান মুমিত। এই গানটি ওর জন্মানোর প্রথম মাসেই লিখা এবং সুর করা। এই গানটির কথা এবং সুর ও কতটুকু বুঝে জানিনা, তবে খুব মগ্ন হয়ে শুনে। আর আমি পাই অনুপ্রেরনা। আপনি বাবা হলে আপনার পুত্র সন্তানের নামটি মুমিতের নামের পরিবর্তে বসিয়ে তাকেও গান শোনান। এভাবেই হৃদয় থেকে হৃদয়ে, মস্তিষ্ক থেকে মস্তিষ্কে আর রক্তে থেকে রক্তে পাঁচার হয়ে যায় ভালোবাসা, সম্পর্কের গভীরতম টান।)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।