আমাদের কথা খুঁজে নিন

   

ধৈর্য্য ধরুন আমার মুসলিম ভাইয়েরা

দেশের মানুষের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য প্রয়োজন। মহান আল্লাহতা’লা মুমিনদের কাছে অবিশ্বাসীদের সম্পর্কে বলেছেন, “নিশ্চয় আমি তাদেরকে কিছু ক্ষেত্রে এমন শক্তি দান করেছি যা আমি তোমাদের দান করিনি। আর তাদের আমি দিয়েছি দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং হৃদয়। কিন্তু তাদের দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি এবং হৃদয় তাদের কোন কাজে আসেনি। তারা চিরকাল জাহান্নামের ইন্ধন হবে।

“ –সূরা আহকাফ আজকাল কিছু মুসলিম ভাইকে বলতে শোনা যায়, যেহেতু পাশ্চাত্য সভ্যতা আমাদের চেয়ে বেশি সম্পদশালী ও ক্ষমতাবান অতএব তারাই সঠিক রাস্তায় আছে; আবার কেউ কেউ বলে, তাদের যেসব ভালো জিনিসগুলো আছে সেগুলো আমাদের গ্রহণ করতে হবে। ভাবখানা এমন যে মুসলমানদের কিছু কিছু ব্যপার ভালো নয়। আপনি কি বলতে চান আল্লাহতা’লা যে বিধান দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট নয়? এমন চিন্তা করা ভাইদের বলি, আপনি কি পরিপূর্নভাবে ইসলামকে আপনার জীবনে গ্রহণ করেছেন? যদি না করে থাকেন তবে আজ থেকেই চেষ্টার শুরু করুন। আর আপনার কাছে সঠিক পথের রাস্তা কি কেবল তাই যাতে রয়েছে অঢেল সম্পদ আর ক্ষমতা? আল্লাহত’লা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে না দিয়ে, পরীক্ষায় আপনি যদি উত্তীর্ণ হন তবেই আপনি সফল হয়েছেন আল্লাহতা’লার বিচারে। অতএব সম্পদ আর ক্ষমতার মাপকাঠি দিয়ে সফলতা বিচার করবেননা।

সকল মুসলিম ভাইকে বলি, আল্লাহতা’লার রহমত থেকে নিরাশ হবেননা। দুনিয়ার সফলতা ক্ষনিকের আর আখেরাতের সফলতা চিরস্থায়ী। মুসলিম জাতি নিজের দোষেই আজ অনুন্নত কারণ তারা নবিজী(সাঃ)-এর দেখানো রাস্তা থেকে সরে গেছে। অতএব এর জন্য আল্লাহতা’লাকে অথবা ভাগ্যকে দোষ দিবেননা। ধৈর্য্য ধরুন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.