আমাদের কথা খুঁজে নিন

   

কালবৈশাখী ঝড়ে বিধ্বস্ত মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন

যে জানেনা এবং জানে যে সে জানেনা সে সরল, তাকে শেখাও। যে জানেনা এবং জানেনা যে সে জানে না, সে বোকা-তাকে পরিত্যাগ কর। সুপ্রিয় বন্ধুরা লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটের 'মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন' স্কুলটি গত ১২ এপ্রিলের কালবৈশাখী ঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গিয়েছে। ২০০৮ সালে যে অবকাঠামো গড়ে তোলা হয়েছিল সে অবকাঠামো পুরোটাই ভেঙে গিয়েছে। শিশুরা সেই ভাঙা ঘরেই উৎসাহভরে ক্লাশ করছে।

শিক্ষকরা পরম মমতা নিয়ে ক্লাশ চালিয়ে যাচ্ছেন। গত ২১ এপ্রিল শনিবার স্কুলের সভাপতি বেগম আজিজুন নাহার ম্যাডাম সহ আমি গিয়েছিলাম স্কুলটি দেখতে। লক্ষ্মীপুর চর রমনী ইউনিয়নের চেয়ারম্যানসহ আরও কতিপয় গণ্যমান্য ব্যক্তি ও সাথে ছিলেন। স্কুলটি তাৎক্ষণিকভাবে সংস্কারের জন্য খুব শীঘ্রই কাজ শুরু করা হবে। আমরা স্কুলটি স্থায়ীভাবে মেরামতের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সম্পূর্ণ টিন দিয়ে স্কুলটি গড়ে তুলতে লক্ষাধিক টাকা প্রয়োজন। এজন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের স্মরণিকা 'নবোদ্যম' এর জন্য কিছু বিজ্ঞাপন প্রত্যাশা করেছিলাম। এখনও সেরকম সাড়া না পেলেও আশা করি আগামী সপ্তাহেই আমরা নবোদ্যমে স্কুল সংস্কারের কাজ শুরু করে দিতে পারবো। সুপ্রিয় ব্লগার বন্ধু যাঁরা স্কুলটিকে নানানভাবে সহায়তা এবং সমর্থন দিয়ে এ পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে উৎসাহ যুগিয়েছেন তাঁদের সবার কাছে কৃতজ্ঞতা। ছবিতে দেখুন মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের বর্তমান অবস্থা- বিধ্বস্ত সেই স্কুলের ১ম ঘরে শিক্ষার্থীরা স্কুলের ২য় ঘর, স্থানে স্থানে বাঁশের বেড়া খসে পড়েছে শিক্ষার্থীদের একাংশ সভাপতি ম্যাডামসহ সম্মানিত অতিথিবৃন্দ অতিথিদের কথা মনোযোগ দিয়ে শুনছে স্কুলের শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষিকা এবং অতিথিবৃন্দের একাংশ চর রমনী ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইউসুফ ছৈয়াল বক্তব্য রাখছেন শিক্ষার্থীদের একাংশ বক্তব্য রাখছেন স্কুলের সভাপতি বেগম আজিজুন নাহার, সিনিয়র সহকারী প্রধান, কৃষি মন্ত্রণালয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।