আমাদের কথা খুঁজে নিন

   

সারি সারি লাল পিপড়া এবং আমি

এখনো গেলনা আঁধার............... সার বেধেঁ তারা চলছিল। যেন সামরিক বাহিনীর অগ্রবর্তী একটা দল। লেফট রাইট লেফট, লেফট রাইট লেফট। দীর্ঘ একটা সারির শৃংখলাবদ্ধ চলাচল দেখে তাকিয়ে থাকতে হয়। জানালা হয়ে দেয়াল বেয়ে তারপর তাকের উপর।

সেখানে রাখা নানা রকমের খাদ্য দ্রব্য কোটা। সেখানেই হানা দেয়া তাদের লক্ষ্য। কয়েকদিন আগে নতুন বাসা ভাড়া নিয়েছি। ভাল মনে করেই নেয়া। অন্য সবকিছু ঠিক থাকলেও পিপড়ার উৎপাত যথেষ্ট।

বিষাক্ত লাল পিপড়ার দল বিভিন্ন ভাবে বিভিন্ন সারি বেধে খাদ্যদ্রব্যর উপর হামলা যথেষ্ট ভোগান্তিতে ফেলে প্রতিদিন। বাজার থেকে পিপড়ার পাউডার নিলাম। যেখানে যেখানে পিপড়ার উৎপাত সেখানেই ছিটাই। কয়েকদিন উৎপাত বন্ধ। পাউডারের কার্যকারীতা শেষ আবারও শুরু হামলা।

এযেন ইসরাইল বনাম প্যালেষ্টাইন ফ্রন্টফাইট। পিপড়ার চক কিনলাম। তাতেও কাজ হয়না। কয়েকদিন ঠিক থাকে তারপর শুরু। কিছুতেই থামানো যায়না লাল পিপড়ার আক্রমন।

ইদানীং বিছানায় সরাসরি আমাকে লক্ষ্য করে ড্রোন হামলা। রাতে ঘুমাতে গেলেই কামড়া কামড়ি শুরু। কিভাবে রেহাই পাবো? কেউ হেলপ করেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.