আমাদের কথা খুঁজে নিন

   

একটা পথ দু'পাশে গাছের সারি

সকাল আর আসেনা গোলাপ হয়ে ফোটেনা কিশোরীর হাতে
একটা পথ দু'পাশে গাছের সারি অবারিত সবুজ ফসলের মাঠ ভেদ করে চলে গেছে মেঠো আর সোঁদা গন্ধা ফুরফরে বাতাশ ঝিরঝিরে বাতাশ পত্র পল্লবের ফাঁক চিরে আসে মেয়ে রৌদ্দুরের হাসির ঝিলিক একটা পথ দু'পাশে সবুজের সারি একজন পথিক হেঁটে চলে চোখে হাসির ঝিলিক মনে ফাঁপাবেলুনের মত ভালোলাগা উপচে উপচে পড়ে একটা পথ একজন কিশোরী যার চোখে খেলা করে ছলছল গাঙ্গের ঢেউ চান্দের লাহান হাসি,শরমে তার চোখে আবির নামে একটা পথ এ পথে কোমল কুমারী আলো পড়ে কিশোরীর গালে পথটা ঝলমল করে পথটা ছল ছল করে উছলিয়ে পিছলিয়ে পড়ে নীল সবুজের মাঠে একটা পথ দু'পাশে তালগাছ আকাশে চিকচিক রোদ,একটা চিল উড়ে চলে ধূসর চোখ খয়েরি ডানা ক্ষণে ক্ষণে ডেকে চলে চিয়াক চিয়াক একটা পথ দু'পাশে ঝোপঝাড় বাতাশে জংলা ফুলের গন্ধ দূর থেকে ভেসে আসে বটপাতার গান পথের পাশে পথের কিনারে একটা কবর একটা মঠ একটা শ্মশান মঠের চূড়ায় রাখা জমিদারের ধন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.