আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্য সম্পর্ক : শুধুই কি ভালোবাসা ?

মনের সব স্বপ্নগুলো একদিন বাস্তব হয়ে ধরা দেবে, আমি সেই বিশ্বাসে বিশ্বাসী। আমাদের দেশের অনেক স্বামী স্ত্রী প্রতিনিয়ত দাম্পত্য সম্পর্কে টানাপড়েনের মধ্যে তাদের দিন পার করেন। দাম্পত্য জীবন নিয়ে তাদের মাঝে প্রবল হতাশাবোধ কাজ করে। সব মানুষই বিয়ের সময় সুন্দর এক আগামীর স্বপ্ন নিয়ে তাদের জীবন শুরু করে। বিয়ের পরপরই প্রতিটি দম্পত্তিই রোমান্টিক ভালোবাসা এবং চিন্তা চেতানার মধ্যে সময় অতিবাহিত করেন, এবং সবার মাঝে নিজেদেরকে অনন্ত অসীম ভালবাসার প্রতিচ্ছবি হিসাবে ভাবতে থাকে।

কিন্তু প্রায়ক্ষেত্রে দেখা যাই কিছুদিন পরই তাদের সেই ভালোবাসা আর থাকে না। মনের অজান্তেই তাদের মাঝে মতবিরোধ ও ভুলবোঝাবুঝির সৃষ্টি হয়, যার জন্য তারা মটেও প্রস্তুত ছিলেন না। তখনই হতাশাবোধ তৈরি হয় এবং দাম্পত্য সম্পর্কে সূক্ষ্ম একটা ফাটল তৈরি হয়। এক্ষেত্রে তাদের মধ্যে তো ভালোবাসার কোন কমতি ছিল না। অনেক স্ত্রীকে বলতে শোনাযায় স্বামীর জন্য যথাসম্ভভ সবকিছু করার পরও স্বামী তাকে ভালোবাসে না।

তার কথা শুনে না। স্বামীর পছন্দ মত সবকিছু করার পরও যখন স্বামী মুখ ফিরেয়ে নেয় তখন তার নিরবে অশ্রু বিসর্জন দেয়া ছাড়া আর কিছু করার থাকে না। আবার স্বামীর বেলায় অভিযোগ থাকে যে, তার স্ত্রী কোন কাজ সুন্দরভাবে করতে পারে না, ঠিকমতো কথা বলতে পারে না ইত্যাদি। আর সবার ক্ষেত্রে যে প্রশ্ন টা কমন থাকে তা হল “ ও আমাকে বোঝে না”। এখানে একটা প্রশ্ন থাকে যে, কে কাকে, কিভাবে বুঝবে? এখানে সবারই মনে রাখা প্রয়োজন যে প্র্যতেক মানুষই আলাদা সত্ত্বা, এবং তাদের চিন্তা চেতনাও ভিন্ন।

তাই স্বামী যেভাবে স্ত্রীকে কল্পনা করবে, স্ত্রী স্বামীকে সেইভাবে কল্পনা করতে পারবে না। এইটাই চিরন্তন সত্য। আর এই কথাগুলাই আমরা ভুলে যাই, তখনই সমস্যাগুলা সৃষ্টি হয়। তাই দাম্পত্য সম্পর্ককে অনেকবেশি সুন্দর করতে সবচে বেশি প্রয়োজন নিজেরা নিজেদের সম্পর্কে সচেতন থাকা। তাই প্রত্যেক দম্পতির মাঝে একটা মানস্তাত্তিক স্পেস রাখা খুবই প্রয়োজন।

এর ফলে দাম্পত্য সম্পর্ক অনেকবেশি শক্তিশালী হবে। তাই দাম্পত্য সম্পর্কে ভালোবাসাই সব না। যদি স্বামী স্ত্রী নিজেদের সত্ত্বা দিয়ে কল্পনা না করে নিজেদের পৃথক সত্ত্বা কে শ্রদ্ধার এবং আন্তরিকতার সাথে গ্রহণ করে নিতে পারে তবেই দাম্পত্য সম্পর্ক সুখের হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।