আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা : দাম্পত্য



দাম্পত্য এন জুলফিকার যে ক্লান্তি-বাসনার মূলে এই নিমগ্ন রাত করাঘাত করে, তা থেকে যোজন দূরে শব্দ ও অক্ষর উড়ে যায় --- উবে যায় কোনও এক ভুবনডাঙায়। আমাদের যাবতীয় মোহময় ছায়া ডানার ঘামের গন্ধ মুছে ফেলে প্রায়। কুয়াশার মতো কিছু প্রবাল কুড়িয়ে নিয়ে শৈশব-স্মৃতির মতো সঙ্গোপন কান্নার কারুময় কৌটোয় ঢেকে রাখি। বাতাসে দিন ওড়ে। বিষন্ন রাত্রির মতো ঘোমটার মাঝে সহসাই আলো জ্বালে মেঘের অলীক ঘোর। দু-একটা জোনাকির সাথে সম্পর্কের সুতো --- এখনও লেপ্টে আছে জানি, পুরোনো পাড়ার মোড়ে আমাদের ঘরকন্নার শব্দ টের পেলে এখনও মন জুড়ে ঝিঙে ফুল, সজনে-সকাল। এত যে কুয়াশা-ঘোর, খরতাপ দেহে নিশি-ডাক ছোঁব বলে জ্বেলে রাখি আজও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.