আমাদের কথা খুঁজে নিন

   

দাম্পত্য কৌতুক

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। স্বামীঃ শোন, মা ফোন করেছিল, আগামি শুক্রবার সকালে আসবে। ভোর ৫টায় এসে পৌঁছবে। স্ত্রীঃ গেল তো শুক্রবার টা নষ্ট হয়ে। শপিং এ যাওয়া দরকার ছিল।

আর মা তো চার মাস আগেই বেড়িয়ে গেলেন। আর অত ভোরে উনাকে আনতে যাবে কে? যা দিন কাল পড়েছে, এত ভোরে বাইরে যাওয়া নিরাপদও নয়। অবশ্য খাবার নিয়ে কোন সমস্যা নাই, গতকাল মুরগী রান্না করেছিলাম, তার অর্ধেক ফ্রীজে আছে, ওটা দিয়েই চালিয়ে দেব। স্বামীঃ আমার মা নয়, তোমার মা র কথা বলছি। তোমার ফোন মনে হয় বন্ধ ছিল, তাই আমাকে বলেছে।

স্ত্রীঃ আগে বলবে না? প্রায় দুই মাস হলো মা আসেন না। খুবই ভাল হলো, বাচ্চারা নানুর সাথে খেলতে পারবে। আর শোন তুমি অই পরিচিত ট্যাক্সিওয়ালা কে বলে রাখবে, আমি তোমায় ৪ টার সময় উঠিয়ে দেব। সময় মত যেয়ে মা কে নিয়ে আসবে। আর আজ বিকালে দুটি মুরগি কিনে নিয়ে আসবে আর টাটকা সব্জি।

মা আবার বাসি খাবার খেতে পারেন না...... এবার অন্য বিষয়, সাহায্যের আবেদন: বর্তমান সময়ে ফেসবুক/মোবাইল মানুষের ভালবাসার জগতে কি ধরনের পরিবর্তন আনছে, আমাদের সমাজে এর প্রভাব কেমন এটা নিয়ে ছোট একটা জরিপ করতে চাই, আমার একাডেমিক উদ্দেশ্যে। দয়া করে এতে অংশ গ্রহণ করে আমাকে সাহায্য করুন। যেখানে আনুমানিক ১০-১৫ টি প্রশ্ন থাকবে যার বেশির ভাগের উত্তর আপনার এক-দুই শব্দে দিতে পারবেন। আপনাদের পুর্ণ নাম-ঠিকানা দেবার দরকার নেই, দিলেও তা সম্পুর্ন গোপন থাকবে। যারা জরীপে অংশ নিতে চান মন্তব্যের ঘরে তাদের ই-মেইল দিলে অথবা ঠিকানায় জানালে আমি প্রশ্ন পাঠিয়ে দেব।

এ বিষয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম, সেটা নীচের লিংকের লিখাটি পড়ুন। আধুনিকোত্তর (পোস্ট-মডার্ণ) যুগে ভালবাসা (১৮+) Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।