আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট ও সরকার প্রধানদের স্ত্রী সন্তান সহ পরিবারের ছবি।

এমন ভাবে আমাকে ব্লক করা হোক যেন ভিসিটর হয়েও ব্লগে আসতে না পারি। বিশ্বের বিভিন্ন রাষ্ট ও সরকার প্রধান সর্ম্পকে আমরা জানি ও তাদের সর্ম্পকে বিভিন্ন তথ্য খুব সহজে বিভিন্ন ওয়েভ সাইট ও গণমাধ্যমের মাধ্যমে জানতে পারি, কিন্তু তাদের পরিবার সর্ম্পকে আমরা তেমন একটা জানিনা, এক দিন কৌতুহল বশত ইন্টার নেট সার্চ করতে লাগলাম বিশ্বের বিভিন্ন রাষ্ট ও সরকার প্রধানদের পরিবারের ছবি দেখার জন্য ও তাদের পরিবার সর্ম্পকে জানার জন্য, অনেক গুলো ছবি সংগ্রহ করলাম, চিন্তা করলাম ছবিগুলো ব্লগে আপলোড করবো, যদিও ইন্টারনেট সার্চ করলে ছবিগুলো খুব সহজে পাওয়া যাবে, কিন্তু সবগুলো এক সাথে পাওয়া কিছুটা সময় সময় সাপেক্ষ ব্যাপার, দেখুন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট ও সরকার প্রধানদের পরিবারের ছবি। শুরুতেই দেখুন বাংলাদেশী জাতির পিতা, বাংলাদেশের স্থপতি মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। প্রয়াত প্রেসিডেন্ট মরহুম জিল্লুরহমানের পরিবার। বাংলাদেশর প্রধান মন্ত্রী শেখহাসিনার পরিবার।

সাবেক প্রধান মন্ত্রী ও বর্তমান বিরুধী দলীয় নেত্রী খালেদা জিয়ার পরিবার। হুসাইন মোহাম্মদ এরশাদ ও তার স্ত্রী রওশন এরশাদ। বর্তমান পকিস্তান প্রেসিডেন্ট আসিফ আলী র্জাদারী ও বেনজির ভুট্টর পরিবার, সাথে বর্তমান পিপিপি প্রধান বিলোওয়াল। পাকিস্তানী (তেহেকির ইন সাফ) দলের নেতা ইমরান খান ও তার স্ত্রী জামিমা খান ( যদিও ইমরান খান রাষ্ট্রের প্রধান নন) নওয়াজ শরীফ ও তার স্ত্রী বেগম খুলসুম। ইন্দারা গান্ধী, রাজীব গান্ধী, সোনিয়া গান্ধী।

ভুটানের বর্তমান রাজা ( জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ) ও তার স্ত্রী ( জিৎসুন প্রিমা) র্মাকিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ব্রিটিশ প্রধান মন্ত্রী ডেবিড ক্যামরোন ও তার স্ত্রী সামান্তা সিফিন্ড। ব্রাজিল প্রধান প্রেসিডেন্ট রোসেফ ও তার স্বামী র্কালোস ফ্রাংলিঙ্ক। কানাডা প্রধান মন্ত্রী ষ্টিপিন হারপার ও তার স্ত্রী লরিন তিষ্কে। মালদ্ধীপ প্রেসিডেন্ট মোহাম্মাদ ওয়াহিদ হাসান ও তার স্ত্রী ইলহাম। মেক্সিকো প্রেসিডেন্ট এসরিক পেনা নিতো ও তার বর্তমান স্ত্রী এনজিকা রাইবিরা , এসরিক পেনা নিতো দুই বিয়ে করেন আগের স্ত্রীর নাম - মনিকা প্রিতিলিনি সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার স্ত্রী আসমা।

স্পেন প্রধান মন্ত্রী মারিয়ানো রিজোয় ও তার স্ত্রী ইলভিরা র্ফানান্দোজ। র্তুকি প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল ও তার স্ত্রী হাইরুন নেসা গুল। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.