আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় শব্দেরা

কবিতা কোম্পানী (প্রাঃ) লিমিটেড ১। তখনও ফুরোইনি ঠমক গোধূলীর চকমকে পাথরের বিলুপ্ত শ্বাসে, প্রতিদিন অন্যআকাশের ওজনস্তরের ফুটু দিয়ে যে বাতাস গড়ায়, সেখানে শুনশান নিরাবতা ছিল তখন যখন তামার মুদ্রা সহ তোমার গচ্ছিত সব উপহার হয়ে গেলো স্বর্ণবর্তূল, বোটা সমেত। ২। আমি বৃত্তে নেই আঁচল উড়ানো সন্ধ্যায় লালভ ধূলোয় বাঁধা ভালোবাসায় আমি সুখেও নেই অবুঝ তোমার খোঁপায় রুপোর কাঁটায় বিঁধা পথ জুড়ে শুধু মহুয়ার মধু মাখা আমার মনের পরে মন নেই যেন ধূপছায়া কোনো মায়াবীনি ফাঁস সর্বনাশের কঠিন শ্রান্তি তোমারই পূর্বাভাস জল কাঁদা মাটি ছলছল চোখ পুরানো আগুন জ্বলবে জ্বলুক এই দারুন বর্ষায় এই মায়াবিলে কাঁপানো ভালোবাসায় তোমার কপোলে সূর্য ফোটে অবাধ্য অহমিকায়। ৩। বিপরীত প্রেমে মানবী ঘুমায় সব দুঃখ রেখে সবুজ কৌটায় ভ্রমরের মত, তারও উত্তাপ কখনও পৌছেনা আমার বুকে, লোমশ বেড়া পেরিয়ে তবুও দেখো প্রথাগত ভালোবাসা, ঠিকঠিকই পৌছে যায় যত দূরে থাকুক হৃদয়, লৌহপেটিকায়।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.