আমাদের কথা খুঁজে নিন

   

কতিপয় আদর্শবাদী কথন ও এর উত্তরঃ

>যুদ্ধা্পরাধীদের বিচার( এটা ৪০ বছর আগের ঘটনা। আমাদের এসব ভুলে সামনে তাকানো উচিত) ...৪০ বছর আগে যদি কেউ পঙ্গু করে দেয় , তা হলে কি ৪০ বছর পর নতুন করে পা গজাবে? আর আপনি কি ভুলতে পারবেন যে , আপনি পঙ্গু? >শাহবাগ আন্দোলন ( এটা নাস্তিকদের আন্দোলন। ইসলামি নিয়ম মতে তাদেরই ত ফাঁসি দেয়া উচিত। যারা সেখানে যায়, তারাও নাস্তিক! ... বুঝলাম। কিন্তু হযরত আবু বকর (রাঃ) ত যাকাত অমান্যকারীদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। আপনি নিজে যাকাত দেন ত? >জামায়েতের ডাকা হরতালে সারা দেশ রণক্ষে্ত্র । বাসে আগুন ২ জন নিহত।( হরতাল গণতান্ত্রিক অধিকার । সরকার তাদের অধিকার হরন করছে) ...মানলাম অধিকার। কিন্তু মানুষ হত্যাও কি গণতান্ত্রিক অধিকার ? তা হলে বিশ্বজিৎ হত্যা নিয়ে গলা ফাটান কেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.