আমাদের কথা খুঁজে নিন

   

আমার ধর্মমত নাস্তিকতার আলোকে

কোন এক অন্ধ নাস্তিককে লিখতে দেখলাম, "ইসলাম নামের কুৎসিৎ ধর্মের সাথে আপোষ করে আমি যুদ্ধাপরাধির বিচার চাই না । রাজাকারের এমন বিচারের আমার প্রয়োজন নেই । কল্পকথার ধর্মের সাথে আপোষ করে রাজাকারের বিচার চাই না । " তার উদ্দেশ্যে বলবো, "ধর্মকে গালি দিয়ে এমন কি আদায় করে ফেলবেন দাদা? যেহেতু আপনি মানবধর্মে বিশ্বাসী সেহেতু মানুষের ভালো মন্দই বিচার করুন না। আপনি ধর্মকে বিশ্বাসই করেন না তাহলে কি সেটা নিয়ে কথা বলে নিজের সময় অপচয় করছেন না? আপনার দেখা কি এমন একজন মুসলিমও নেই যিনি ভালো মানুষ ছিলেন? আবার ধর্ম অবিশ্বাসী দের মাঝেও কি খারাপ মানুষ থাকতে পারে না? একটু ভেবে দেখবেন..." আবার আরেকজন আরেকটু এগিয়ে বলছেন, "ধর্ম মানুষকে ধর্মান্ধ করে , আলোকিত করে না ।

এই পৃথিবীতে যারা আলোকিত মানুষ খোজ নিয়ে দেখুন তারা ধর্মান্ধ নয় ! আর যারা ধর্মান্ধ নয় তাদেরকে ধর্মের ভাষায় ধর্ম, মুনাফিক বলে ফতোয়া দিয়ে দিয়েছে বহুকাল আগেই । বিশ্বাষ না হলে কুরান হাদিস দেখুন । দু’নৌকায় পা রেখে যারা চলে তাদের সাথে এখানেই আমাদের নৈতিকতার ফারাক । আমি দীর্ঘ চল্লিশটি বৎসর ভেবেছি, এখন আপনি একটু ভাবুন । পৃথিবীতে একদিন আসবে যেদিন সমস্ত ধর্ম বিলীন হয়ে যাবে ।

হয়ত সেই দিন আসতে আরো কয়েক শ বছর অপেক্ষা করতে হবে । তবে আসবেই । তার একটা সুচনা না হয় আমরাই করলাম । আজ পৃথিবীতে ১৫০কোটি নাস্তিক রয়েছে । " তাকে বলতে চাই, "কই আমিতো ধর্ম বিশ্বাসী কিন্তু আমার ধর্ম আমাকে ধর্মান্ধ করে নি তো... কে ধর্মান্ধ হবে সেটা তার নিজস্ব ভাবনার উপরে নির্ভর করে।

আমার ধর্ম আমাকে বলেনি ধর্মান্ধ হতে তাই আমি ধর্মান্ধ নই। এখন যদি কেউ ধর্মকে সামনে রেখে ব্যাবসা করে তাহলে সেটার দায় শুধুই তার, ধর্মের নয়। কেউ ধর্মের ভুল ব্যাখ্যা করে নিজেকে যদি ভুল পথে পরিচালিত করে তার দায় শুধুই তার, ধর্মের নয়। আপনি ধর্ম বিশ্বাসী নন, তাই মানবতার কথা বলেন। ধর্মও মানবতার কথা বলে।

আপনি পরোপকারে বিশ্বাসী ধর্মও পরোপকারে বিশ্বাসী। আপনার আমার নৌকা একটাই। এখানে দ্বিতীয় কোন নৌকা নেই। তফাৎ শুধু এতুকুই যে আপনি ধর্ম বিশ্বাসী নন আমি বিশ্বাসী। পৃথিবীতে একদিন কোন ধর্মই থাকবে না সেটাও আমার ধর্মই আমাকে অনেক অনেক বছর আগেই বলে দিয়েছে।

করুন না আপনি সূচনা ধর্মহীন জীবন পরিচালনা, ধর্ম তো আমাদের কাউকে জোর করছে না তাকে বিশ্বাস করার। প্রতিটা মানুষের কৃতকর্মের ফল তার নিজের। একথা আপনিও বলবেন আবার আমার ধর্মও বলে। তাহলে কেন ঐ ধর্মান্ধদের মতো আপনিও ধর্মের দোহাই দিচ্ছেন, যে ধর্মের কারনে মানুষ খারাপ হচ্ছে?" ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।