আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলোর ফটোসাংবাদিক জাহিদুল করিম গুরুতর আহত

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণার ছবি তুলতে গিয়ে মারাত্মক পুড়ে গেছেন ‘প্রথম আলো’র ফটোসাংবাদিক জাহিদুল করিম। আজ বিকেল চারটার দিকে গাজীপুর চৌরাস্তায় মসজিদ মার্কেটের ওপরে দাঁড়িয়ে ছবি তোলার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
‘প্রথম আলো’র জ্যেষ্ঠ প্রতিবেদক শরীফুল হাসান জানান, মসজিদ মার্কেটের ছাদের যে জায়গায় দাঁড়িয়ে জাহিদুল ছবি তুলছিলেন, ঠিক তার পাশেই ছিল একটি বৈদ্যুতিক খাম্বা। বৃষ্টির কারণে ছাদের ওই অংশটি বিদ্যুতায়িত হয়ে থাকতে পারে। ছবি তোলার সময় জাহিদের ক্যামেরা পুড়ে ছাই হয়ে যায়।

তাঁর হাত-পা পুড়ে গেছে। প্রচণ্ড ঝাঁকুনি খেয়ে তিনি নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। তাঁর মাথা থেকে রক্তপাত হচ্ছে। স্থানীয় লোকজন ঘটনার পরপরই তাঁকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যান।
শেষ খবর পাওয়া পর্যন্ত চিকিৎসকদের পরামর্শে জাহিদুল করিমকে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.