আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান.!! সরকারের বাহিনীগুলোর উপর সরকারের নিয়ন্ত্রন কতটুকু ..

নিয়মিত বাহিনীগুলোর উপর বর্তমান সরকারের নিয়ন্ত্রন কতটুকু? বা বাহিনী নির্ভর সরকারের বাকি ল এনফোর্সমেন্ট এজেন্সিগুলোই বা কতটুকু সরকারের নিয়ন্ত্রনে। সুরু থেকেই এই বাহিনীগুলোর সেচ্ছাচার সরকারি নিতি নির্ধারক মহল ওভারলুক করে যাচ্ছে, যতক্ষন না এরা গায়ে হামলে না পরছে। বিভিন্ন সেক্টরের মাথাভারি প্রসাশনের মাথায় চেপে আছে শতাধিক উর্দি-বুট পরা। BRTC, BRTA, BIWTC, সিভিল এভিয়েশন, বিমান, রেলওয়ে, কারাগার, মেডিকেল কলেজ, ওসুধ প্রসাশন, সিটি কর্পরেশন, ওয়াসা, চট্টগ্রাম-মংলা বন্দর, পেট্রবাংলা, পেট্রলিয়াম কর্পরেশন …. কোথায় নেই? এইসব সেক্টরে উলংগ দুর্নিতি চললেও তাদেকে কখনো জবাবদিহি করতে হয়নি। দুবছর আগে মৃতুদন্ড প্রাপ্ত দুই খুনি আসামিকে লেজারে নাম পরিবর্তন করে গোপনে ছেড়ে দেয়া হয়।

সরকার এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে সাহস পায়নি। Click This Link কিছুদিন আগে হিজবুতের কিছু অফিসারের কার্যকলাপ DGFI ফলো করছিলো, ‘গুরুতর হুমকি’ উল্লেখ করে সরকারের কাছে অবিলম্বে ব্যাবস্থা নিতে পরামর্শ দিয়েছিল, সরকার তাদের জেলে পুরেছে মনেহয় অনিচ্ছাকৃত ভাবেই… একদম শেষের দিকে। ইলিয়াস কে ধরে নিয়ে গেছে কারা? সরকার একাজ করবে না। কোন মোটিভ নাই। জেনেশুনে একটা ফালতু কাজ করে অকারনে উষ্কে দিবেনা বিরোধি আন্দোলন।

তবে কারা একাজ করলো? সরকারের আপাত নিয়ন্ত্রনের বাইরের এজেন্সি, একটি শক্তিশালি মহল, যারা নেপথ্যে নেক্সট ইলেকশনে সরকার পরিবর্তন নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ইলিয়াস আলির স্ত্রী সম্ভবত ব্যাপারটা অনুমান করতে পেরেছে সম্ভববত .. গত রাতে একটি এজেন্সির সাথে নিগোসিয়েশন বা মুক্তিপন বা কিছু একটার চেষ্টা হয়েছিল বলে আজকের পত্রিকাগুলো অস্পষ্ট ভাবে অনুমান করেছে। তার আগে সন্ধায় একজন অজ্ঞাত ব্যক্তি তার সাথে দেখা করেছিল। তারপর উনি RAB এর দলের সাথে গাজিপুর যান। কিন্তু অভিযানটি ব্যার্থ হয়েছিল।

বিএনপির হাইকমান্ড বিষয়টি জানতে পেরে সেই রাতেই ইলিয়াস আলির স্ত্রীকে ডেকে পাঠানো হয় খালেদা জিয়ার গুলশানের বাসায়। বিএনপির হাইকমান্ডের উপস্থিতিতে তাকে কড়া ভাষায় সাবধান করে দেয়া হয়। গভীর রাতে বিষন্ন মুখে বের হয়ে আসার সময় গনমাধ্যম কর্মিরা ঘিরে ধরলে তিনি কোন কথা বলতে রাজি হন নি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.