আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান! সাবধান! রানা প্লাজার পর এবার হয়তো “RDA মার্কেট, রাজশাহী” ট্রাজেডি।

সাবধান! সাবধান! "বিভিন্ন ষড়যন্ত্রের দরুন ফাটল "RDA মার্কেট, রাজশাহী" আবার খুলে দেয়া হয়েছে । রানা প্লাজার মত সবই নাকি ঠিক আছে। " সাবধান! সাবধান! এই বিষয়ে ২৬। ০৪। ২০১৩ তারিখে আমার গোড়ার পোষ্ট : "এবার ফাটল "রাজশাহী বিভাগীয় বাজার (RDA Market)" এ , মার্কেট বন্ধ ঘোষনা ।

" যাতে আমি লিখেছিলাম : “সাভার ট্যাজেডী শেষ না হতেই এবার ফাটল দেখা দিল রাজশাহী বিভাগীয় বাজার (RDA Market) এ । রাজশাহী বিভাগীয় বাজার (RDA Market) এ ফাটল দেখা যাবার কারনে আজ দুপুরে মার্কেট বন্ধ ঘোষনা করা হয়েছে । অনেক আগের মার্কেট হলেও কিছুদিন আগে মার্কেটের ৪র্থ তলার কাজ শুরু হয় । RDA মার্কেট তৈরী হয়েছিল সাহেব বাজারের এক ডোবা ভরাট করে । সাধারন মানুষ এবং সাধারন দোকানদারা বলছেন মার্কেটটির ভিত্তি ৪র্থ তলা করার উপযোগী নয় , তার পর ও ৪র্থ তলার কাজ চালিয়ে যাওয়ার দরুন মার্কেটের বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায় এবং আজ দুপুরে মার্কেট বন্ধ ঘোষনা করা হয়।

"যা পরের দিন আর্থাত ২৭। ০৪। ২০১৩ তারিখে বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পায় । " তাদের কিছু লিঙ্ক : ১। ভবনে ফাটল আতঙ্কে কাঁপছে দেশ : রাজশাহীতে আরডিএ মার্কেট বন্ধ : আড়াইহাজারে মসজিদ পরিত্যক্ত ২।

(আরো লিঙ্ক গুলি খুঁজছি , পেলেই দিয়ে দিচ্ছি। আপনারাও আমাকে সাহায্য করুন) সাধারন মানুষ এবং সাধারন দোকানদারা বলছেন মার্কেটটি ভেঙ্গে ফেলে নতুন করে মার্কেট করতে যাতে করে সামনের ঈদে কোন ধরনের দূর্ঘটনা ঘটার সুযোগ না হয়। আর অবহেলার দরুন যদি নামমাত্র রিপেয়ার করে মার্কেট চালানো হয় তবে যে কোন মুহূর্তে বিশেষ করে সামনের ঈদে বড় ধরনের দূর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রকট। উল্লেখ্য রাজশাহীর এর RDA মার্কেটে পুরো উত্তরবঙ্গ থেকে মানুষ আসে ঈদের কেনাকাটা করতে। তাই কর্তৃপক্ষকে অনুরোধ করা হল যাতে যথাযথ ব্যবস্থা তারা নেন।

আমরা চাইনা সাভারের ঘটনা বারে বারে ফিরে আসে । " আর আজ ৩০। ০৪। ২০১৩ তারিখ , আজ আমি আবার বার বার লিখছি : গত ২৬। ০৪।

২০১৩ তারিখে রাজশাহীর সবচেয়ে প্রচলিত এবং সবচেয়ে পুরাতন “রাজশাহী বিভাগীয় বাজার (RDA Market)” এ সাধারন জনগন এবং সাধারন দোকানদারদের মতে ভিত্তি নিয়ে সংশয় থাকার পরও এক রকম অবৈধ ভাবে রাজনৈতিক সহ বিভিন্ন ষড়যন্ত্রে এর ৪র্থ তলার কাজ শুরু করে কিছু অংশে ছাদ ঢালাই দেবার দরুন বিভিন্ন অংশে ফাটল দেখা দেয় । যার কারনে কর্তৃপক্ষ মার্কেটটি বন্ধ ঘোষনা করে। যা আমি আমার পূর্বের পোষ্টটিতে বর্ননা করেছিলাম। বিভিন্ন ষড়যন্ত্রের দরুন RDA মার্কেটটি আবার খুলে দেয়া হয়েছে । রানা প্লাজার মত সবই নাকি ঠিক আছে।

ভয়ঙ্কর কিছুই হয়নি । তবে ভয়ঙ্কর কিছু হয়তো হতে চলেছে সাধারন মানুষের জীবনে । ঠিক যেমনটি “রানার” কিছু হয়নি , হয়েছে সাধারন কর্মজীবী গার্মেন্টস শ্রমীকদের জীবনে। সামনে ঈদ , আর ঈদে এই মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসে পুরো উত্তর বঙ্গের হাজার হাজার মানুষ । তখন যদি কিছু একটা ঘটে যায় ………… উহ: আমি আর কল্পনা করতে পারছি না।

"কর্তৃপক্ষ প্লিজ প্লিজ প্লিজ এখনই যথাযথ ব্যবস্থা নিন। রানা প্লাজার মত দ্বিতীয় মর্মান্তিক ঘটনা দেখার মত মনোবল আমার আর নেই । " ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.