আমাদের কথা খুঁজে নিন

   

এনড্রয়েড যখন হাতের মুঠোয়... গেম খেলাটা কিন্তু আসে...[[পার্টঃ ২]]

এনড্রয়েড মোবাইলে গেম না খেললে আর এনড্রয়েড এর কি মজা থাকে ... বাট চার্জের একটা ব্যাপার থাকে... কিন্তু গেম খেলাটা কিন্তু আসে... এর আগের পোস্ট এ তিনটি গেম নিয়ে আলোচনা করা হয়েছিল । আজকে আরও কিছু গেম নিয়ে আলোচনা করবো । আগের পোস্ট না দেখে থাকলে এখানে গিয়ে দেখে আসতে পারেন । আজকের গেমগুলি একটু বড় সাইজের । আনলিমিটেড নেট কানেকশন থাকলে অবশ্য কোনও ব্যাপারই না ।

১. ফিফা ১২ ফিফা প্রেমিদের নতুন করে বলার কিছুই নেই । এনড্রয়েড গেম হিসেবে গ্রাফিক্স ভালই বলা যায় । স্পোর্টস টাইপ গেম ভাল্লাগ্লে খেলে বেশ মজা পাবেন আশা করি । এপিকে+ডাটা ডাউনলোড করুন এখান থেকে । ২. জিটিএ ৩ আমাদের অনেকেরই হয়তো গেমিং জীবন শুরু এই জিটিএ দিয়েই ।

তারই ধারাবাহিকতায় এনড্রয়েডেও আছে গেলো জিটিএ ৩ । গ্রাফিক্স+গেমপ্লে দুওটাই জোস লাগলো আমার কাছে । এবার আপনার পালা... নামানোর জন্য এখানে যান... পার্ট-১ , পার্ট-২ , পার্ট-৩ ৩. ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ফিভারঃ টাইম পাস গেম বলা যায় । সাদামাটার মধ্যে এই গেমটি জোস বলব আমি । খেলে দেখতে পারেন ।

সব এনড্রয়েড এই চলার কথা । সাইজও বেশ ছোট এইটার । নামান এখান থেকে । আশা করি ভবিষ্যতে আরও কিছু অ্যাপস নিয়ে আপনাদের সামনে আসব । ভালো থাকবেন ।

ধন্যবাদ । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.