আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আবার ও বাচঁতে চাই,

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি । । এই কথা গুলো এখন অনেক পূরনো মনে হয়, কারণ উপরের লাইনের প্রতিটি শব্দ শুনে শরিরের রক্ত টগবগ করতো, গুলি খেয়ে মরতে অনেক স্বাদ জাগতো কিন্তু এখন আর তা মনে হয়না, কারণ আমরা সবাই এখন স্বার্থপর । স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রহ্মা করাই অনেক কঠিন । স্বাধীনতার সুখ অর্জণ করতে আজও আমাদের দেশের আনাচে কানাচে শত সহস্র নারী পুরুষ অবহেলা আর অপদস্তে বেচেঁ আছে তার সঠিক গণনা কারো অনুমেয় নয় ।

আমি কোন সরকারের সমালোচনা করতে চাই না, প্রতি পাঁচ বছরে পররাষ্ট্র দপ্তরে ভ্রমন বিলাসিতায় পনেরো শত কোটি টাকা খরচ করে (এই তথ্য নেটে থেকে পাওয়া) আমাদের মত গরীব দেশে । অথচ নিজের গুপ্তাঙ্গ যেন কারো দৃষ্টি গোচর না হয় এই টুকু ঢাকতে রাতের অন্ধকারে কিংবা পরিচিত লোকের অগচোরে কতই না নির্মমতার পথ বেঁচে নিচ্ছে অনেকে, কেউ ইচ্ছায় আবার কেউ অনিচ্ছায় । আজকের পররাষ্ট্র দপ্তর তার বিশাল বহর নিয়ে এ যাবত সোয়া সেন্চুরী করেছেন, তা আমাদের দেশের অনেক বড় পাওয়া । কোন একদিন তার নাতি নাতনিরা গল্প করবে আমার নানী বিশ্বের সব গুলো দেশ ভ্রমন করেছিল, কিন্তু দেশের যে সমস্যা তার কতটুকু হয়েছে ??? আমাদের সবার মুখেই খই ফুটে আজকের সরকারের সাথে ভারতের অনেক সখ্যতা, কতবারই তো দেখলাম আসা যাওয়া ভারতের মন্ত্রী থেকে চৌকিদার পর্যন্ত বাংলার ইলিশের স্বাদ গ্রহন করে গেল, কিন্তু বিশ্ব বাজারে আজও আমাদের বোনের ইজ্জত বেচা কেনা হচ্ছে মাত্র ৫০ রুপিতে তার খবর কত জন রাখেন ??? Click This Link মধ্যপ্রচ্যের দেশ গুলো থেকে যে অপ্রতুল টাকার সমাহারে দেশ চকচক করছে, তাদের যে হাজারো সমস্যা সে গুলো কি আজও সমাধান হয়েছে ? হয়নি বরং আরও ঘনিভূত হয়েছে, খুলে না বললেও চলবে ঘটনা সবার জানা । আমাদের মত অনেকে শুধু লিখেই চলছে ........... মাত্র কয়েক বছর আগেও আমাদের দেশে শ্রেণী বিন্যাসে, তিন শ্রেণীতে লোক বাস করতো (ক) ধনী পরিবার (খ) মধ্য পরিবার (গ) গরীব পরিবার ।

** ধনী পরিবারের সব সময় উচু চিন্তা ভাবনা কিভাবে তারা কোটিপতি থেকে আরব পতি হবে সহসাই নিমগ্ন, এই সহজাত আচরণে । **মধ্য পরিবার, এই জাতটি আজকাল আমাদের দেশ থেকে নিঃশেষ হওয়ার পথে কারণ খুজলে দেখা যাবে শতকরা ২০%, মধ্য পরিবার খোলস ডিঙ্গিয়ে তারা ধনী পরিবারের রূপান্তরিত হয়েছে । বাকি আশি ভাগ পরিনিত হচ্ছে গরিব পরিবারে যদি ও অনেকের ধারণা এখন আর না খেয়ে কেউ ঘুমাই না, তবে তারা হাঁসতে জানে না । ** গরিব পরিবার, এরা আলোচনার উর্ধ্বে কখনো হাসিঁ কখনো কান্না । এই জন্য মাঝে মাঝে ভাবি দেশটা যদি, এক সপ্তাহের জন্য সমাজতান্তিক হত ।

তবে সবাই মিলে এক কাতারে বসে দুঃখ আর সুখের গল্প গুলো শেয়ার করতাম । তবে আমার এই লেখা অনেকের পছন্দ নাও হতে পারে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.