আমাদের কথা খুঁজে নিন

   

আবার আবার তোমার জন্য কান্না [ মাঝে শুধুই ভালোবাসা ] হাসা

স্কুল পলাতক ছেলে...এখন ভার্সিটি পলাতক ছেলে হবার অপেক্ষায়... সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে এখন ক্লান্ত হয়ে ঘুমায় গেস বাবুই ? এই কারনেই ফোন ধরতেসনা ? আমি লজ্জিত বাবুই । তোমার মত ভাল একটা মানুষ এর সাথে এই রকম বাজে ব্যাবহার করার কারনে আমি সত্যিই লজ্জিত । তুমি যখন এত কিছুর পরও না রেগে আমাকে বুঝাইতেসিলা তখন লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করতেসিল । আমি তোমার কাছ থেকে ঝাড়ি বা ঐ ধরনের কিছু আশা করসিলাম । কিন্তু যখন তুমি সেদিকে না যেয়ে আমাকে বুঝানো শুরু করলা তখন খুব খারাপ লাগসে যে তোমার মত ভালো মানুষের মূল্য আমি দিতে পারি নাই ।

তাই আমি তোমার কথার মাঝখানে বারবার অন্য খবর জিজ্ঞেশ করছিলাম । আমি একটা গাধা , ফালতু । আমি বারবার তোমার সাথে খারাপ ব্যাবহার করি আর তারপর তোমাকে খোলা চিঠি লিখি । তুমি হয়ত পড়ে ভাবতেস যে “এহ , খারাপ ব্যাবহার করার সময় মনে থাকে না ???” । আসলেই মনে থাকেনা ।

থাকলে খারাপ ব্যাবহারের দুঃসাহস আমি কখনোই দেখাইতাম না । অবশ্য এই রকম নাও ভাবতে পার । না ভাবার সম্ভাবনাই বেশি । কারন অই যে তুমি অনেক বেশি ভালো । তুমি হয়ত ভাবতেস “আহারে বেচারা , লজ্জা পেয়ে কি না কি আবোল তাবোল বকতেসে” ।

হুম এইটাই ভাবতেস তাই না ? তুমি এত বেশি ভালো কেন বাবুই ? একটু খারাপ হইতে পার না ? আমার উপর তোমার রাগ হয় না ? কত আজেবাজে সন্দেহ করি , কটু কথা বলি । একেক সময় একেক রকম কথা ভাবি এবং বলি । যখন একা একা এইসব ভাবি তখন নিজের উপর ই নিজের রাগ উঠে যায় । আর তুমি কিনা আমার সাথে রাগ কর না । বিশ্বাস কর বাবুই আমি সত্যই লজ্জিত ।

আমি প্রতিবার তোমার সাথে খারাপ ব্যাবহার করি আর প্রতিবার ই ক্ষমা চাই । আর তুমি বারবার ভালোমানুষি করে ছেড়ে দাও । এইবার ছেড়ে দিও না । একটা কঠিন শাস্তি দিও । এই লেখাটা পরতে পরতে ঠিক করে ফেল কি শাস্তি দিবা ।

খারাপ কিছু করার পর আমি যতক্ষণ না কাউকে বলি ততক্ষন মানসিক যন্ত্রনায় থাকি । কাউকে বলতে পারলে সে যখন ধমক টমক দেয় তখন অপরাধী ভাবটা কমে যায় । যত বেশি মানুষ জানে ততবেশি শান্তি পাই । কেউ অই কাজের জন্য বকলে আর ভালো লাগে । মনে হয় আমার প্রাপ্য শাস্তিটা আমি পাচ্ছি ।

এইটা অনেক ছোটবেলা থেকেই আমার অভ্যাস । আমি যা কিছু কুকাজ করতাম করার পর পরই আব্বু বা আম্মুকে বলে দিতাম । অথচ এই বোধ টা কাজটা করার আগে তৈরি হইলে কি ভালই না হইত । আমি যখন থেকে এইটা বুঝতে পারসি তারপর থেকে নিয়মিত চেষ্টা করি খারাপ কিছু করার আগেই যেন অই বোধটা জাগে । কিন্তু কোন লাভই হয় নাই ।

এতদিন পর এসে আমার মনে হইতেসে কোন একজন সাইকো থেরাপিস্ট এর কাছ থেকে সাজেশন নিলে ভালো হইত । তাই ভাবতেসি যাব একদিন । তাতে যদি কিছু হয় । অন্য কেউ এই লেখাটা পরলে ভাবত “ব্যাটা ত দেখি সেয়ানা পাগল !!! । খারাপ ব্যাবহার ও করে আবার ঢং করে মাফ ও চায় ।

” কিন্তু তুমি বেশি ভালো বলে এইটা ভাববা না । তাই আমার আর ধরা পড়ে বিব্রত হওয়া লাগবে না । আমি তোমাকে ভালোবাসি , বাবুই । এইটা কিন্তু পাগলামি না,সত্যি সত্যি ভালোবাসি । শিবরামের মত বললে বলতে হয় , “ভালোবেসে হয়ত পাগলামি করি ,কিন্তু পাগলামি করে ভালোবাসি না ” ।

ভালো থেকো । বিঃদ্রঃ আমি শিবরাম পড়ে পড়ে এই ধরনের ডায়লগ দিতাম বলেই আমার প্রতি তোমার একটা ভালো ইম্প্রেশন তৈরি হইসিল । তাই অভ্যাসটা ধরে রাখতে চেষ্টা করতেসি । কখন না আবার কাজে লেগে যায় । আবার ইম্প্রেশন তৈরি করতে হয় ।

(যে হারে ইম্প্রেশন নষ্ট করতেসি , লাগবে মোটামুটি নিশ্চিত ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.