আমাদের কথা খুঁজে নিন

   

আবার মৃত্যু,আবার মিছিল,আবার হরতাল !

আমি পাহাড়ের ছেলে,পাহাড়ের গল্পই বলি...

গত শুক্রবার বরাবরের মতই বরকল উপজেলার ভূষনছড়া গ্রামে হারুন পালোয়ান হলুদ কিনতে যায় পাশ্বর্তী পাহাড়ে গ্রামে। নিজে নৌকা চালিয়ে। কিন্তু যাওয়ার পর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। দুইদিন পর পাশ্ববর্তী পাহাড়ে তার গুলিবিদ্ধ লাশ পাওয়া গেলো। আবার উত্তপ্ত হয়ে উঠলো পাহাড়।

আজ ওই এলাকার প্রায় পাঁচশত বাঙালী মিছিল সমাবেশ করেছে রাঙামাটি শহরে। প্রধানমন্ত্রীকেও স্মারকলিপি দিয়েছে তারা। ডিসি এসপি তাদের সমাবেশে বক্তব্য রেখে তাদের শান্ত করেন। তারা হারুন হত্যার বিচার দাবী করে। পাশাপাশি তারা পাহাড়ে সকল সন্ত্রাসের মদদদাতা হিসেবে ইউএনডিপি-ইউরোপীয় ইউনিয়ন-সিএইচটি কমিশন কে দায়ী করে পার্বত্য চট্টগ্রামে এদের কার্যক্রম বন্ধ করার দাবী জানায়।

এরপর তারা হারুন হত্যার বিচারের দাবীতে আগামী ১০ মার্চ বৃধবার বরকল উপজেলায় হরতাল ঘোষণা করে। বাঘাইহাট-খাগড়াছড়ির পর এই ঘটনায় পাহাড়ের পরিস্থতি ক্রমশঃ জটিলই হচ্ছে। নোট ঃ নিহত হারুনের স্ত্রী হাওয়া বেগম বাদী হয়ে বরকল থানায় ২৫ জন পাহাড়ীকে আসামী করে মামলা করেছে.....মামলার ১ নং আসামী সমর বিজয় চাকমাকে আটক করেছে পুলিশ,সে পাহাড়ের স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.