আমাদের কথা খুঁজে নিন

   

Giant Clashes গ্রীস vs পারস্য (১)

রিকশাও তেল খায়...আর মানুষ তো মানুষই ইতিহাসের ঘটনা দেখতে, শুনতে খুবই ভালো লাগে। আর যদি তাতে কোন ঐতিহাসিক যুদ্ধের রক্তের স্বাদ পাওয়া যায়, তাহলে তো কথাই নেই। ইতিহাস ঘাঁটলে হাজার হাজার যুদ্ধের কাহিনী বেরুবে, যেখানে এক রাজ্যের আক্রমণে আরেক রাজ্য ধ্বংস হয়ে গেছে। এক্ষেত্রে আমি আমার লেখার উপকরণ হিসেবে একটু বড় ধরনের ঐতিহাসিক যুদ্ধের পটভূমি বেছে নিয়েছি। এমন কিছু ইতিহাস এবং যুদ্ধের কাহিনী তুলে ধরব, যেগুলো দুটি বৃহৎ শক্তির মাঝে শত শত বছর ধরে সংঘটিত হয়েছিল।

এগুলোর একটির উত্থানে অপরটি হয়তো হারিয়ে গিয়েছিল পৃথিবীর ইতিহাস হতে এবং পরিণামে বিজয়ী শক্তি পরিণত হয়েছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে। যেহেতু শতবর্ষের ইতিহাস তাই এক পোষ্টে সঙ্কুলান হওয়া সম্ভব হবে না। আশা রাখি আপনারা ধৈর্য্য নিয়ে পড়বেন। প্রথমেই শুরু করব, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে শুরু হওয়া গ্রীস এবং পারস্য সাম্রাজ্যের দ্বন্দ্বের কাহিনী দিয়ে যার পরিসমাপ্তি হয়েছিল ২০০শত বছর পরে ‘অ্যালেকজান্ডার দ্যা গ্রেটে’র হাতে পারস্য সাম্রাজ্যের ‘আখামেনিদ’ বংশের(৫৫৮-৩৩০খ্রি পূ) পতনের মাধ্যমে। এখন শুরুতেই জেনে নেওয়া যাক ঐ সময়ের এই দুটি সাম্রাজ্যের কিছু তথ্য- পারস্য সাম্রাজ্যঃ সেইসময় মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বৃহত্তম এবং শক্তিশালী সাম্রাজ্যের অধিকারী হয়েছিল পারসিয়ানরা, আর এর প্রতিষ্ঠা করেছিলেন ‘গ্রেট কিং সাইরাস’ (খ্রি পূ ৫৫০)।

বাইবেলে ‘কোরেশ’ নামে পরিচিত অসাধারণ জনপ্রিয়, রাজনৈতিক এবং সামরিক জ্ঞানের অধিকারী সাইরাস তার ২০বছর শাসনামলে একে একে মিডিয়ান, লাইডিয়ান, লাইসিয়ান দখল করে নেয়। ফলে সুবিশাল মধ্য এশিয়ার পুরোটাই তার দখলে চলে যায় এবং সবশেষে দখল করেন ব্যাবিলন সাম্রাজ্য। কিং সাইরাসের সুবিশাল সাম্রাজ্য পরবর্তীতে ‘কিং দারিয়ুস’(৫৫০-৪৮৬ খ্রি পূ ) সাম্রাজ্যের সীমানা পূবে ইন্ডিয়া পর্যন্ত এবং অপরপার্শ্বে পূর্ব ইউরোপ দখলের পর পশ্চিম ইউরোপের গ্রীসের দিকে নজর দেয়। গ্রীসঃ গ্রীস’কে বর্তমান গ্রীসের সীমানা ধরে একটি রাজ্য হিসেবে চিন্তা করলে ভুল করবেন। অসংখ্য ছোট ছোট রাজ্যশহর এবং দ্বীপে বিভক্ত স্থানীয় শক্তিগুলোর মাঝে সম্প্রিতি দূরে থাক; একে অপরের উপর আধিপত্য বিস্তার আর শক্তি পরীক্ষাতেই ছিল সদা লিপ্ত।

আর এগুলোর মাঝে সবচেয়ে বড় দুটি শক্তি ছিল এথেন্স ও স্পার্টা এবং পরস্পরের সবচেয়ে বড় শত্রুও ছিল তারা। প্রাচীন গ্রীস এথেন্স’কে বলা হয় গণতন্ত্রের জন্মভূমি আর অপরদিকে স্পার্টা ছিল দুনিয়ার বুকে শ্রেষ্ঠ যোদ্ধা তৈরির জন্য কারখানা। শুধুমাত্র সুযোদ্ধাদেরই স্পার্টার যোগ্য সন্তান বলে বিবেচনা করা হত, আর দুর্বলের প্রতি তাদের এতোই ঘৃণা ছিল যে জন্মের পর কোন নবজাতকের সামান্য খুঁত পেলেই বধ্যভূমিতে নিয়ে ফেলে আসা হতো। যেভাবে সুত্রপাতঃ ৫৪০ বিসি’তে এথেন্স রাজা হিবিয়াস এর স্বেচ্ছাচারিতায় অতিষ্ঠ হয়ে পড়ে এথেন্সবাসী এবং শেষপর্যন্ত বাধ্য হয়ে তাঁকে উৎখাতের জন্য আহ্বান করে স্পার্টানদের। তাতে কার্যসিদ্ধি হয় কিন্তু কাজ শেষ হয়ে গেলে স্পার্টানরা এথেন্স ছাড়তে অস্বীকৃতি জানায়।

এই নতুন বিপদ হতে রক্ষা পাওয়ার জন্য এথেন্সবাসী আবার দ্বারস্থ হয় ‘সুপার পাওয়ার’ পারস্য সাম্রজ্যের। পারস্য রাজা দারিয়ুস সাহায্যের প্রতিশ্রুতি দেয় কিন্তু বিনিময়ে এথেন্সকে শপথ করতে হয় পবিত্র ‘জল এবং মাটি’র(Earth and Water)। এদিকে নব্যগণতন্ত্রে বলীয়ান এথেন্সবাসী একসময় নিজেদের সঙ্ঘটিত করে ফেলে এবং প্রবল যুদ্ধে কোনরূপ পারস্য সাহায্য ছাড়াই স্পার্টানদের রাজ্য হতে বিতাড়িত করে দেয়। স্পার্টানদের বিরুদ্ধে এথেন্সবাসীর প্রতিরোধ যেহেতু পারস্য শক্তির কোন সাহায্য দরকার পড়েনি, তাই ভেবে নেয় পারস্যের সাথে করা চুক্তিরও আর কোন মূল্য নেই। কিন্তু ধূর্ত পারস্যরাজ এ সুযোগ হারাবে কেন!! ‘জল এবং মাটি’ চুক্তির দ্বারা এথেন্সের উপর পারস্যের কর্তৃত্ব দাবী করে বসে।

ঘটনায় হতবাক এথেন্সবাসী কি করবে ভেবে দিশেহারা হয়ে পড়ে। পরাক্রমশালী পারস্যের আক্রমণ আসন্ন জেনেও প্রত্যাখ্যান করে এই দাসত্বের দাবী। ফলশ্রুতিতে পারস্য সাম্রাজ্য শুরু করে তাদের এথেন্স অভিযানের প্রস্তুতি। এরিমধ্যে পারস্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত লাইডিয়ান অঞ্চলের এক সাবেক গ্রীক কলোনিতে বিদ্রোহ শুরু হলে তাতে বিদ্রোহীদের সাহায্য পাঠায় এথেন্স। এ খবর শুনে ক্ষুব্ধ রাজা দারিয়ুস হুকুম দেয় এথেন্সকে আগুনে ভস্মীভূত করার।

অবশেষে ৪৯৯ বিসিতে শুরু হয় পারস্যের এথেন্স দখল অভিযান। সৈন্যভর্তি প্রায় ৬০০ পারস্য যুদ্ধজাহাজ যাত্রা করে এথেন্স জয়ের উদ্দেশ্যে, আসার পথে ছোট বড় সব গ্রীক দ্বীপ করায়ত্ত্ব হয় তাদের। মধ্যবর্তী ঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য দখলে নেয় গ্রীক দ্বীপ এরাত্রিয়া। প্রাচীন বহুমাল্লা বিশিষ্ট যুদ্ধজাহাজ 'ট্রাইরিম' এরপরেই সঙ্ঘটিত হয় পারস্য এবং এথেন্সের মধ্যে বিখ্যাত ম্যারাথন যুদ্ধ... (পরের পর্বে আসবে) বিদ্রঃ আমার পূর্বের লেখা জলদস্যুকথনে'র দ্বিতীয়পর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সেফ হলেই প্রকাশ করব। বসে থাকতে ইচ্ছা করছিলোনা তাই এই সিরিজটি শুরু করলাম।

আর লেখা বিষয়ক কথাটি হচ্ছে, আমার আগের ইতিহাস বিষয়ক লেখাটি পড়ে কেউ কেউ রেফারেন্স দেবার উপদেশ দিয়েছিল। আমিও স্বীকার করি তা দেওয়া উচিত। কিন্তু আমি এই ইতিহাসকে গল্পের মতই দেখতে ভালোবাসি, তাই কাঁচাহাতে সেভাবেই লেখার চেষ্টা করি। তথ্যসূত্রের বাহারে আমার নিজের লেখার মান কেউ দেখবেনা, সেই ভয়ে আর দেইনা।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।