আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের নাম - ভিক্টোরিয়া লিলি বা Giant Water Lily

রাজা
কেমন লাগছে দেখতে? অনেকেই হয়তো দেখে থাকবে এই বিশাল আকৃতির পাতাগুলোকে। ফুলটির নাম Giant Water Lily বৈজ্ঞানিক নাম Victoria amazonica এটি Nymphaeaceae পরিবারের একটি উদ্ভিদ। শাপলা পরিবারের মধ্যে এটাই সবচেয় বড় হয়ে থাকে। ধারনা করা হয় এর আদি নিবাস আমাজন নদী। এর রয়ছে বিশাল বড় বড় পতা যা কিনা ২-৩ মিটার পর্যন্ত ব্যাস বিশিষ্ট হয়। পাতাগুলি পানির উপর ভেসে থাকে। ৯ থেকে ১২ ইঞ্চি ব্যাসের ফুলগুলো প্রথম রাত্রে ফোটার সময় সাদা থাকে দ্বিতীয় রাত্রে এটি গোলাপী বর্ণ ধারন করে এরপর পারপল (purple) রঙ এ পরিবর্তিত হয়। অন্যান্য নামের মধ্যে আছে Amazon water-lily, Royal water-lily, Victoria-lily ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।