আমাদের কথা খুঁজে নিন

   

আগুনে জ্বলেছে কোরআন আর গীতা

আপনার আগমন শুভ হোক। স্থানীয় একটি পত্রিকায় ‘উস্কানিমূলক’ খবর প্রকাশের পর কালীগঞ্জের ঘর-বাড়িতে যে আগুন জ্বলেছে, তাতে একইসঙ্গে পুড়েছে হিন্দু ও মুসলমানের পবিত্র গ্রন্থ গীতা আর কোরআন। আর ওই ঘটনার পেছনে উস্কানিদাতা হিসাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পক্ষে কাজ করা দল জামায়াতে ইসলামীর নেতাদের দিকেই আঙুল তুলেছেন প্রত্যক্ষদর্শীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে কালীগঞ্জের ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২৭ মার্চ ‘হুজুর কেবলা’ নামে একটি নাটক মঞ্চস্থ করে। ওই নাটকে মুসলমানদের শেষ নবী হযরত মোহাম্মদকে (সা.) কটাক্ষ করা হয়েছে- এমন একটি প্রতিবেদন স্থানীয় একটি দৈনিকে প্রকাশিত হওয়ার তিন দিন পর স্থানীয় সাংস্কৃতিককর্মীদের ওপর শুরু হয় তাণ্ডব।

৩১ মার্চ ও ১ এপ্রিল এই সহিংসতা চলে। এই ঘটনার তদন্তকারী পুলিশ কর্মকর্তা, স্থানীয় আওয়ামী লীগ, বিএনপি ও ওয়ার্কার্স পার্টির নেতা এবং নাটকটি যারা দেখেছিলেন- তাদের সবাই একই কথা বলেছেন। বিএনপির জেলা কমিটির সাধারণ সম্পাদক ইফতেখার আলী বলেন, “আমরা নাটকের স্ক্রিপ্ট দেখেছি। সংবাদে প্রকাশিত তথ্যের কিছুই আমরা পাইনি। সংবাদটি ছিল পুরো মিথ্যা।

মানুষকে বিভ্রান্ত করতেই তা করা হয়েছিল। ” বিস্তারিত  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।