আমাদের কথা খুঁজে নিন

   

প্রতিহিংসার আগুনে পুড়ছে ইউনুস। এই আগুনে শুধু আওয়ামীলীগ নয় তিনি নিজেও পুড়বেন।

যত দিন থাকবে পৃথীবি ততদিন থাকবে সামু।

আওয়ামীরীগের উপর ডক্টর ইউনুসের মনে কত ক্ষোভ ছিল তা যতই নির্বাচনী সময় ঘনিয়ে আসতেছে ততই তা পরিষ্কার হচ্ছে, দিন দিন আওয়ামীলীগের বিরুদ্ধে মারাত্বক হিংসাত্বক আর প্রতিশোধ মুলক আচারণ করতে শুরু করেছেন। এখন ইউনুস সাহেব রাজনৈতিক বক্তব্য বাদ দিয়ে রীতিমত উষ্কানী মুলক মন্তব্য করতে শুরুকরেছেন, তিনি আওয়ামীলীগের বিরুদ্ধে বি,এন,পি জামাতের চেয়ে বহুগুণ বেশী হিংসাত্বক আর প্রতিশোধ পরায়ন আচারণ শুরু করেছেন, আমি জানি আমার কথা আর প্রশ্ন গুলো ইউনুসের কান পর্যন্ত পৌছাবেনা, তারপরও অদৃশ্য ইউনুসের কাছে কিছু প্রশ্ন। ১) আওয়ামীলীগকে প্রতিপক্ষ হিসাবে নেবার কারণ কি? ২) নিজে নিজস্ব রাজনৈতিক দল গঠন না করে কেন র্দুনীতিবাজ, রাজাকার আর উগ্রমৌলবাদীদের সাথে সুর মিলাচ্ছেন? ৩) গ্রামীণ ব্যাংকের প্রধান হবার বিষয়ে আপনি আদালত হতে হেরে গিয়েছেন, কেন আপনি আদালতের রায়কে সহজে ভাবে মেনে নিচ্ছেন না? তা হলে কি বলবো আপনার আইন আদালতের প্রতি শ্রদ্ধা নেই? ৪) ১৯৯৮ সালে গ্রামীণ ব্যাংকে কে বা কোন সরকার ৪০০ কোটি টাকা লোন দিয়েছিল? ৫) জাতিয় সঙ্ঘের মাইক্রোকেডিট রেজুলেশন পাবার জন্য কে বা কোন সরকার আপনাকে সহযোগিতা করেছিল? ৬) নরওয়ে একটি টিভি চ্যানেল সর্বপ্রথম আপনার র্দুনীতির বিরুদ্ধে একটি প্রতিবেদন প্রচার করেছিল সেটার ব্যাপারে আপনি কি বলবেন? ৭) গ্রামীণ ব্যাংকের কল্যাণের জন্য বিদেশ হতে প্রাপ্ত সাহায্যের অর্থ হতে গ্রামের কোন মহিলা সদস্য কত টাকা পেযেছে তার হিসাবে কি কেউ দিতে পারবে? তা আসলে আদৌ কেউ পেয়েছে? ৯) গ্রামীণ ফোন কোম্পানীর প্রতিষ্টার জন্য গ্রামীন ফোন কোম্পানীকে ঋণ সহয়তা করেন গ্রামীণ ব্যাংক , আগ্রামীণ ফোন প্রতিষ্টান আসলে একটি গ্রামীণ ব্যাংকের সহযোগী প্রতিষ্টান, এখণ প্রশ্ন হলো গ্রামীণ ফোন হতে প্রাপ্ত লাভ কেন গ্রামীণ ব্যাংকে শেয়ার হোল্ডার গ্রামীণ মহিলারা পায়না? হে ডক্টর ইউনুস ভুলে যাবেন না, দেশের সবাই এখনো বি,এন,পি জামাত হযে যায়নি, আওয়ামীলীগ আগেই অনেক বার মারাত্বক বিপদের সম্মূখীন হযেছেল, সব বিপদকে মোকাবেলা এই আওয়ামীলীগ আবার ক্ষমতায় আসেছে, আগামীতে যদি বি,এন,পি জামাত ক্ষমতায় আসতে না পারে আপনার আবস্থা কি হতে পরে তা একবার গভীর ভাবে চিন্তা করবেন। বোকামী করবেন না, আইনের প্রতিশ্রদ্ধশীল হোন আর সবার সাথে আলাপ আলোচনা করে সবার প্রিয় পাত্র হিসাবে নিজেকে প্রতিষ্টার করার চেষ্টা করুন, উষ্কানী আর রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন বক্তব্য আর মন্তব্য হতে নিজেকে দুরে রাখূন। গ্রামীণ ব্যাংকে রক্ষ করতে সবার সাতে সমান আচারণ করুন, নিদিষ্ট করো পক্ষ নিয়ে গ্রামীণ ব্যাংকে রক্ষা করা সম্ভবন নয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.