আমাদের কথা খুঁজে নিন

   

সুরঞ্জিত আউট, ইলিয়াস ইন

কখনো ভাবিনি আগে। রাজনীতিই বটে! বাবু গুরন্জিত সেন সুপ্ত কিছুদিন পত্রিকার প্রথম পাতা একাধারে দখল করে রেখেছিলেন। প্রতিদিন লেখা হত তার টাকার হিসাব নিকাশ। হিসাব শুরু হয়েছিলো তার সুপুত্রের টাকারও। এ হিসাবও এসেছিলো যে ৭০ লক্ষ জমা হয়েছে এ পি এস এর একাউন্টে আর বাকী ৪ কোটি ঠিকই মন্ত্রির বাসায় পৌছে গেছে।

সর্বশেষ যোগ হচ্ছিলো নেত্রির অসারতার বিশ্লেষণ। কিভাবে তিনি বাবুকে আবার মন্ত্রিত্ব দিতে বাধ্য হলেন। তিনি যে নিজের মতে পরিচালিত হতে পারেন না তা কেবল আলোচনায় আসছিলো। কিন্তু চাকা উল্টো ঘোরা শুরু করলো। গুম হলেন ইলিয়াস আলী।

পত্রিকার প্রথম পাতা পুরাই দখল। ুরন্জিতের আর ঠাই নাই। তিনি এখন নিশ্চিন্তে নব পরিকল্পনায় মত্ত। বস্তার হিসাবগুলো ফাইনাল করে নিচ্ছেন। প্রধানমন্ত্রি যখন বলছেন বিরোধীদলের আন্দোলন চাঙ্গা করার জন্যেই ইলিয়াস আলী কে গুম করা হয়েছে।

তাহলে আমরা কমনসেন্সওয়ালা মানুষরা তো নিশ্চিতভাবে বলতেই পারি যে আলোচনার মোড় ঘুরানোর জন্যই ইলিয়াসকে গুম করা হয়েছে। ইলিয়াস গুম হবার পরদিন তার নামে মামলা হয়েছে দুটো। তার মানে ইলিয়াস সরকারের হাতেই আছে এবং পরিস্থিতি বেশি বেগতিক হলে ইলিয়াসকে নতুন ঐসব মামলায় গ্রেফতার দেখিয়ে কোন থানায় হাজির করা হতে পারে। শুনেছি রক্ষি বাহিনী নাকি এভাবে গুম করে ফেলতো। দেশে আবার রক্ষি বাহিনীর শাসন শুরু হয়ে গেলো! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.