আমাদের কথা খুঁজে নিন

   

এবারো বিশ্বব্যাংকের প্রধান হলেন এক মার্কিনী

প্রথামতো, এবারো বিশ্বব্যাংকের প্রধান হলেন, এক মার্কিনী। প্রেসিডেন্ট বারাক ওবামার সমর্থনে, রবার্ট জোয়েলিকের স্থলাভিষিক্ত হলেন দক্ষিণ কোরিয় বংশোদ্ভুত জিম ইয়ং কিম। যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত কিম, পদটির লড়াইয়ে, হোয়াইট হাউস উপদেষ্টা ল্যারি সামার ও পেপসিকো প্রধান ইন্দ্রা নুয়েসহ বেশ ক’জনকে পেছনে ফেলে জয়ী হলেন, চুড়ান্ত নির্বাচনে। বিশ্ব অর্থনীতিকে এক সুতোয় গাঁথার ব্রত নিয়ে, ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক। তবে, নামে বিশ্বব্যাংক হলেও কার্যত এটি পরিচালনায় আধিপত্য থাকে যুক্তরাষ্ট্রের।

সেই থেকে এখনও এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মার্কিনীরাই। তবে, প্রথা ভেঙ্গে এবারই প্রথম উন্মুক্ত করা হয়েছিল পদটিকে। তাই আশাও জেগেছিল নতুনত্বের। ছোট বড় অনেক দেশের প্রভাবশালী প্রতিনিধিদের নামও উঠে আসে মনোনয়ন দৌড়ে। কিন্তু সবাইকে চমকে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ঘোষণা করলেন, চিকিৎসক জিম ইয়ং কিমের নাম।

এর পরও চূড়ান্ত নির্বাচনে জয় পেতে আশাবাদী ছিলেন একাধিক প্রার্থী। কিন্তু প্রতিষ্ঠানটির ২৫ সদস্যের নির্বাহী পরিষদের বেশির ভাগ ভোটই যুক্তরাষ্ট্রের দখলে থাকায়, সহজ জয় তুলে নেন জিম ইয়ং কিম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.