আমাদের কথা খুঁজে নিন

   

লালখাঁনবাজার মতিঝর্না পাহাড়ের মাটি ধসে পড়ে আর কোন মানুষ যাতে লাশে পরিনত না হয়,সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নজর দেবেন কি!

pore likhbo.. চট্টগ্রামে প্রতিবছর বর্ষার মৌসুমে লালখাঁনবাজার মতিঝর্নার পাহাড় ধসে মৃত্যুর খবর পাওয়া য়ায়। এভাবে কেন মানুষের মৃত্যু ঘটবে? এক শ্রেনীর প্রভাবশালী মহল এসব সরকারী জায়গা দখল করে অবৈধভাবে ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকের কাছে ভাড়া দিচ্ছে। প্রভাবশালীরা ঠিকই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ভাড়া পাচ্ছে কিন্তু এর বলী হচ্ছে নিম্ন আয়ের এসব অসহায় মানুষেরা। প্রতি বছর এলাকাবাসী এসব মৃত্যু দেখে আর দু:খ ভরাক্রান্ত মন নিয়ে আফসোস্ করে। কিন্তু প্রশ্ন হইল প্রভাবশালী এসব অসৎ ব্যাক্তিরা কিভাবে উক্ত জায়গায় অবৈধভাবে ঘর তৈরী করেন? সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন কার্যকর ভূমিকা নেই কেন?সরকার নিজেই উদ্যোগী হয়ে এসব অসহায় মানুষের জন্য বাড়ী নির্মান করে তাদের কাছ থেকে ভাড়া নিতে পারেন,তাহলেতো আর এলাকার ঐ সব দুষ্ট,দূর্নীতিবাজ,লুটেরা,ভূমিদস্যুরা কোন অবৈধভাবে ঝুঁকিপূর্ন ঘর নির্মান করে অবৈধ উপার্জন করতে পারবে না।

এবংএসব নিপীড়িত অসহায় মানুষের জীবন নিয়ে ছিলিমিলি খেলতে পারবে না। আমরাও আর প্রতি বছর বর্ষা মৌসুমে এই লালখাঁন বাজারে মতিঝর্নায় লাশ দেখতে হবে না। আশা করি, এই বর্ষা মৌসুমে আর কারও মাটি ধসে মৃত্যুর খবর শুনবনা । সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর ব্যাবস্থা নিন। এবং অবৈধ দখলকারীদের উচ্ছ্বেদ করুন।

প্রভাবশালী মহল যতই শক্তিশালী হউক না কেন তারা কেউই আইনের উর্ধ্বে নয়। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হউক এই প্রত্যাশায়ই-মোহাম্মদ সোহেল আহমেদ,আহবায়ক "৭১ এর চেতনা" লালখাঁন বাজার,চট্টগ্রাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।