আমাদের কথা খুঁজে নিন

   

কারো আপনজন যেন না হারায় এই রাজতন্ত্র দখলের খেলায় ।

এখনও লেখার সময় হয়নি । রাজতন্ত্র জিন্দাবাদ। শেখ বংশের রাজকন্যা অথবা জিয়া বংশের রাজমাতা যার হাতেই ক্ষমতা থাকুক পাব্লিক খুশি ,কিন্তু প্রতিবার ৫ বছর পর পর নতুন নাটকের মোহরা হয় । মনে আছে আর্মি ক্ষমতা নেবার আগে কি হয়েছিল । হাজার ন্যাক্তা করে রাস্ট্রপতিকে বানানো হল তত্বাবধায়ক প্রধান।

ইস্যু আর পাল্টা ইস্যু খেলার পর সংলাপ সংলাপ খেলা এর সাথে জাতীয় ডাইলগ পেয়েছিলাম আমরা "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই । "মাইনেস ২ প্লাস ১ ,বিকল্প ধারা,ইউনুস আরও কত কি । ২০১৩ এবার শুরু হলো নিবাচন কিভাবে হবে তা নিয়ে ,তারপর যুদ্ধঅপরাধী ইস্যু , তারপর গন জাগরন ,তারপর গনজাগরনে হালকা ভাটা এরপর হেফাজতে ইসলাম সবই এই সময় ! কেনরে ভাই যুদ্ধঅপরাধী বিচার কি আরও আগে শুরু করা যেত না বা ইসলামকে হেফাজত করতে একটু আগে মাঠে নামা যেত না ? কিন্তু না সব এই সময়েই হতে হবে তবে যাই হোক আমি চাই ---শেখ বংশের রাজকন্যা অথবা জিয়া বংশের রাজমাতা যে কোন একজনের হাতেই থাকুক ক্ষমতা। কেননা ক্ষমতা পরিবতনের নামে ইরাক,লিভিয়া,সিরিয়া,আফগানস্তানের কি অবস্তা হয়েছে তা সবার জানা । তাই রাজতন্ত্র জিন্দাবাদ।

আমরা চাকরি করবো ব্যাবসা করবো রাতে ফিরবো কর্মক্ষেত্র থেকে চায়ের আড্ডায় বলবো ছি ! সরকারি দল এটা কি করলো ?ছি ! সরকারি দল এটা কি করলো ? ছি ! বিরোধী দল এটা কি করলো ?শুধু আল্লাহর কাছে প্রাথনা একটাই কারো আপনজন যেন না হারায় এই রাজতন্ত্র দখলের খেলায় । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.