আমাদের কথা খুঁজে নিন

   

পুঁজিবাজারের বিপর্যয়ের পেছনে কারো না কারো হাত রয়েছে: কামাল

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের বিপর্যয়ের পেছনে কারো না কারো হাত রয়েছে। দোষীদের শাস্তি হতেই হবে। তবেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে। কারণ বাজারের স্থিতিশীলতার স্বার্থে সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা অত্যাবশ্যক। নবগঠিত এসইসি পূর্ণমাত্রায় দায়িত্ব পালনের কারণে বাজারে স্থিতিশীলতা আসবে বলে তিনি আশা করেন।

বিস্তারিত খবরটা পড়ে একটা ঘটনা মনে পরে গেল- কয়েকদিন আগে রাত ১/ ১.৫ টার দিকে আমি আমার রুমে কম্পিউটারে বসা। হঠাৎ জানালার বাহিরে কেউ পাইপ বেয়ে উঠা নামা করছে এমন শব্দ পেলাম। আমি জানালার কাছে যেয়ে চোর চোর বলে চিৎকার দিলাম। বুঝতে পারলাম চোরটা পাচিলের উপর থেকে লাফ দিয়ে নেমে দৌরে গেল। বাহিরের রাস্তা থেকে কয়েকজন আমার সাথে চিৎকার করে উঠল আপনারা ভিতরে দেখেন আমরা বাহিরে আছি।

আমার সন্দেহ হলো ওরা চোরের সাথে থাকা লোকই হবে। তা না হলে এত রাতে ওইখানে কোন লোক থাকার কথা না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.