আমাদের কথা খুঁজে নিন

   

যুবতি বৈশাখী কবিতা

আমি ভালোবাসতে ভালবাসি চল চল চল উর্ধ মহলে চোরের দল খাটিয়ে প্রভাব খাটিয়ে বল দেশের বারোটা বাজিয়ে চল চলরে চলরে চল। । নিজের কপালে হানি আঘাত জনতা খাইবে পান্তা ভাত আখের গোছায় নেতার হাত দেশ সেবা তো ছল চলরে চলরে চল। । গরিবের লাগিয়া গাহিয়া গান গ্রামকে বানাবো মহাশ্মশান যুবকদের চরিত্র করিব দুর্বল চলরে চলরে চল।

। উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে নেতারা সব চড়িয়ে ছাড়ে চোরের মায়ের বড় গলা এমনই সব ছল চলরে চলরে চল। । বাবু এখন বেড়াল পোষেন যাকে খুশি তাকেই দোষেন থলের বেড়াল বেরিয়ে গেলে উপায় কী আর বল চলরে চলরে চল। ।

সুর্য থেকে বালি গরম ইহা সত্য ইহা পরম খালি পায়ে বালির উপর আমজনতার ঢল চলরে চলরে চল। । ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।