আমাদের কথা খুঁজে নিন

   

যুবতি হতে থাকে কবিতা’রা

বিক্ষিপ্ত মনের কোন এক দুর্বাশা তাইত যা ইচ্ছে তাই লিখি তোমাকে সেদিন সন্ধ্যাকাশে দেখলাম পূর্ণপ্রাণ জোৎ¯œা নতুন তাগিদ, নতুন আবেদন। কিন্তু,কলঙ্কের ভয়! আমাদের চাদেঁ এখনো জাগেনি দিনের আলো আচ্ছা, তুমিই বলো কোন রক্তচক্ষু আর মিছে কথার আশ্বাসে কি আমাদের ভালোবাসা শোধনযোগ্য হয়! ভয় পেওনা, চুপসে যেওনা সুন্দরের স্তবগানে আবার মেরুদন্ডী হবে কবি’রা ধান-শালিকের আহবানে জেগে উঠবে কবিতা’রা। তোমার আমার প্রেম লীলায় ফুঠঁবে আবার কৃষ্ণচূঁড়া কবি আর কবিতার কথন চলে বাধঁনছাড়া............................ এমনি করে যুবতি হতে থাকে কবিতা’রা যুবতি হতে থাকে কবিতা’রা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।