আমাদের কথা খুঁজে নিন

   

বয়েস

লাবিব নাজমুছ ছাকিব দীর্ঘ যুগ পর মুখোমুখি হলাম প্রাতঃ দিদির। বয়েসহীন কালে যার উষ্ণতায় স্পন্দিত হতো দেহ-আত্মার শিরা উপশিরা মনের ঘর বাড়ির অন্দর মহল। কিন্তু,রক্ত ছিল নির্জীব। আজ আমার বয়েস হল স্পন্দিত হতে হতে ক্লান্ত মন,আত্মা,দেহেরা, রক্ত হল সজীব। অথচ প্রাতঃ দিদির উষ্ণতা আর হানা দেয় না আমার কোন মহলে; এই আমার বেদনা, কেন বয়েস হল? ০২/০২/১২ইং

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।