আমাদের কথা খুঁজে নিন

   

বয়েস যাদের পথ ভুলে গেছে যেতে



দেহঘরি বালিঘরির মতো প্রতিনিয়ত সময় ফেলে দিচ্ছে, আর আমরা যাচ্ছি বুড়িয়ে।কিন্তু কারু কারু বয়েস আটকে থাকে এক জায়গায়। আমি দুজনের খোঁজ পেয়েছি। প্রথম জন: "আনুমানিক ৩৫ বছর ধরে বহন করে চলছি এই রক্ত মাংসের ক্ষয়িষ্ণু দেহটাকে। পিছনে তাকিয়ে দেখি কোন পাথেয় সংগ্রহ হয়নি। " (প্রোফাইল ষ্ট্যাটাসের দুই লাইন তুলে দেয়ার জন্যে " শ্রদ্ধেয় ভ্রাত: মিলটন ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থনীয়)...আনুমানিক বছর দুইয়েক যাবৎ এই এক জায়গায় একটা মানুষের বয়েস আটকে থাকতে পারে কিভাবে??? ২য় জন: মাসুদ রানাসবর্জন-বিদিত বিসিআই এজেন্ট।) তার স্রষ্টা কাজী আনোয়ার হোসেনকে একবার একজন আলোচনা বিভাগে প্রশ্ন কর্লো, আচ্ছা কাজীদা, রানার বয়েস একই জায়গায় বসে আছে কিভাবে? মুক্তিযুদ্ধের সমসাময়িক কালেও তার চরগিরির কাহিনী আছে। সেই হিসেবে তার তো এদ্দিনে ৬০-৬৫ বছরের বুড়া হয়া যাওয়ার কতা! কাজীদা জবাব দিছিলেন: কি কর্বো কন, প্রতি ১০ বছর পর পর আমার কপালের মাঝখানে ওয়ালথার পিপিকে ঠেকায়া ১০ বছর বয়েস কমায়া নিয়া যায় ছোকরা! আপনাদের জানাশোনা কেবও আচে নিহি এরাম বয়েস বাড়েনা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।