আমাদের কথা খুঁজে নিন

   

সকালের সূর্য না দেখেই বাংলা বছরের শুরু, অতঃপর জনসমুদ্রে হারানো

আমার জীবনের হিরো আমি নতুন বছরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো ,তাই রাত আড়াইটার পর ঘুমালাম। কিন্তু রাতের হালকা বৈশাখী বৃষ্টি আমার ঘুম দীর্ঘাবিছানা করে দিল। শেভ না করে তো যাওয়া যাবে না, পহেলা বৈশাখ বলে কথা। রুম থেকে বের হয়ে রিকশা নিয়ে --মিশন বৈশাখী লম্ফঝম্ফ-- ফার্মেসি পরিবার-- রাজশাহী বিশ্ববিদ্যালয় । সিনেট ভবন এ আসতেই দেখি, কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে পরিচিত মুখের আগমন।

তারপর মনে হল- বিয়ে বাড়ির নাচা নাচিতে এসে পড়লাম। যে যেদিকে , যেমন করে পারছে নাচছে । আমি কম কিসে, এদিক সেদিক হাত পা দুলিয়ে যাচ্ছি। অসাম নাচ। !!!! গন্তব্য ইবলিশ চত্বরঃ ফার্মেসি বিভাগের কয়েকজন শিক্ষকসহ আমাদের নববর্ষ পালনের দ্বিতীয় ধাপ শুরু হল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।