আমাদের কথা খুঁজে নিন

   

আপনার সন্তানের হাতে পিস্তল তুলিয়া দেয়া আর বুভুক্ষু-জ্বালা তুলিয়া দেয়া উভয়ই সমান , আমার দৃঢ় বিশ্বাস উভয় দিয়াই মানুষ খুন করা যায়.।।

Of all the things I've lost, I miss my mind the most. চৈনিক চর্বণ করিয়া (যদিও উহার বংশ পরিচয় লইয়া আমার যথেষ্ট সন্দেহ আছে ) বঙ্গীয় নববর্ষ উদযাপন করিলাম ......... তোফা ...... গতকল্য দিবাগত রাত্রে দেখিলাম ইলিশ মাছ নাকি ভরি হিসেবে গহনার দোকানে বিক্রয় হইতেছে , আর আমার পান্তা ভাত খাইবার পরবর্তী ইতিহাস ক্লাস ফাইভের বাংলা বইয়ে পাঠ্য তাই ভাবলুম ও রাস্তায় না যাই .... রেস্তোরাঁ গুলোতে বঙ্গ পুঙ্গব কূল যেই রুপ ভাঙ্গিয়া পড়িয়াছে তাহাতে প্রথমে মনে আসা স্বাভাবিক যে তাহারা মুফতে খাবার বিলাইতেছে ...... বাঙ্গালির মনে এত সুখ তা ভালো কথা , কিন্তু তাহা আফ্রিকান অসভ্য-বংশীর নাদে প্রকাশ করিতে হইবে কেন..... কোন সে মহা পাতক যার মাথায় ক্যাম্পাসে বুভুক্ষু-জ্বালা আমদানি করার কূট বুদ্ধি আসিয়াছে??????!!!! কী তার অমিত তেজ, কী তার শৌর্য .। .। .। । ।

তাহার সুরের দমকে ক্ষণকালের জন্য প্রাণ যেন দেহ হতে ছুটিয়া যায়.। .। কর্ণ কুহর প্রকম্পিত হইয়া উঠে। ছোট কালে বাবার কাছে একবার একটা বংশী ( তাহা বুভুক্ষু-জ্বালার নিকট নিতান্তই নিরীহ নিষ্পাপ শিশু) , আম্মা কোথা থেকে ছুটিয়া আসিয়া সজোরে চপেটাঘাত করিলেন ,এত দিন উহাকে সংস্কৃতির প্রতি তাহার গভীর বিদ্বেষ বলিয়া গণ্য করিতাম.। .।

। এখন বুঝি কেন.। .। আপনার সন্তানের হাতে পিস্তল তুলিয়া দেয়া আর বুভুক্ষু-জ্বালা তুলিয়া দেয়া উভয়ই সমান , আমার দৃঢ় বিশ্বাস উভয় দিয়াই মানুষ খুন করা যায়.। ।

রমনী কূল যেইরূপ সাজিয়াছেন তাহাতে দেখিলাম দুই বেউকাউফ মির্কীন ঠাওর করিবার চেষ্টা করিতেছে আজিকে তাহাদের দেশের "হ্যালোইন" কিনা... যাহা কিনা মির্কীন দিগের ন্যায় সভ্যদেশে মানুষকে কিম্ভূতকিমকার সাজিয়া ভড়কাইয়া দিবার প্রতিযোগীতা... আমি তাহাকে আশ্বস্ত করিলাম আরে না না ... তাহারা কিন্চিৎ সাজিয়াছে কেবল....!!!!!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.