আমাদের কথা খুঁজে নিন

   

কালা বিলাই কয়, "আমার পরাজয় মানে রাজনীতির পরাজয়। আমি হারলে মৌলবাদী শক্তির জয় হবে।"

মানবিক দায় ও বোধহীন শিক্ষা মানুষকে প্রশিক্ষিত কুকুরে পরিণত করে....আইস্ট্যাইন। ‘‘কালোবিড়াল ধরতে গেলে বিড়ালের কামড় খাওয়ার ঝুঁকি নিতেই হবে। আমাকে নিয়ে সম্প্রতি যা বলাবলি হচ্ছে, তা কালোবিড়ালের আঁচড় মাত্র। আমি ষড়যন্ত্রের শিকার। ’’ মন্ত্রীর এপিএস ওমর ফারুক তালুকদার ও রেলের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ১০ এপ্রিল বিপুল পরিমাণ টাকাসহ বিজিবির হাতে ধরা পড়ার পর শুক্রবারই প্রথম কোনো টক শোতে অংশ নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত এটা দাবি করেন।

মাছরাঙা টিভি ‘মাছরাঙার মুখোমুখি রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত’ শিরোনামের টক শো ‘র আয়োজন করে। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন চ্যানেলটির প্রধান বার্তা সম্পাদকরেজওয়ানুল হক রাজা। এ ঘটনায় কেউ গ্রেফতার ও মামলা কেন হয়নি, এই প্রশ্নের জবাবে সুরঞ্জিত বলেন, ‘‘টাকাটা ব্যক্তিগত নাকি অবৈধ, সেই প্রশ্নের সুরাহা এখনো হয়নি। আগে সংসদীয় তদন্ত কমিটি হোক। তদন্তে দোষী প্রমাণিত হলে আমি নিজেই গণতন্ত্রের স্বার্থে পদত্যাগ করবো।

’’ এ সময় সুরঞ্জিত সেনগুপ্তকে ঘন ঘন চা খেতে দেখা যায়। তিনি বলেন, ‘‘এখনো ষড়যন্ত্র হচ্ছে। আমি মনে করি, বিজিবিকেও বিতর্কে জড়াতে একটি মহল সক্রিয় রয়েছে। তবে মামলা বা গ্রেফতার না হওয়ায় অনেকে রহস্যের সন্ধান পাচ্ছেন। আসলে বিজেবি মামলা করতে পারে না, মামলা হতে হয় থানায়।

’’ সুরঞ্জিত বলেন, ‘‘তদন্তে আমি সব ধরনের সহায়তা দেবো। ব্যক্তিগত এপিএসকে আমি সাসপেন্ড করেছি। কিন্তু রেলের কর্মকর্তাকে সাসপেন্ড আমি নিজের ইচ্ছায় পারবো না। আরো উচ্চ পর্যায়ের অনুমোদন লাগবে। ’’ দলীয় সমালোচনার জবাবে রেলমন্ত্রী বলেন, ‘‘আমার পরাজয় মানে রাজনীতির পরাজয়।

আমি হারলে মৌলবাদী শক্তির জয় হবে। ’’ লিন্কুঃ Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।