আমাদের কথা খুঁজে নিন

   

সাকিব আল হাসান …………… দ্য ওয়ান ম্যান আর্মি

সাকিব আল হাসান । খুব বেশি বড় আকারের নাম নয় । তবে মাহাত্ন্যটা অনেক বড় ! বাংলাদেশ ক্রিকেট দলের একজন সাধারন(!!!) সদস্য ! তারপরও সবার থেকে আলাদা । সেই শুরু থেকেই সাকিবকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি ……… এটা কি আমাদের বাংলাদেশের খেলোয়াড় ? এত ধারাবাহিক ! কিভাবে ?! কিন্তু এইটা যে সাকিব আল হাসান ! বাংলাদেশী খেলোয়াড়দের আচরণের বাইরের একজন । যে ১০ বছর পর একটা ভালো ইনিংস খেলে বাকি দিনগুলোতে ডাক(০) মারার জন্য দলে থাকে না ! যার প্রতিদিনের ইনিংস ই যেন সবাইকে বলে , “দ্যাখ, কিভাবে খেলতে হয়” !! ২০০৬-০৭ সালে যখন আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা রাখলেন তখন থেকেই বাংলাদেশের অন্যতম ভরসা ।

গত ৩-৪ বছরে তো একাই দলকে নিয়ে যাচ্ছেন বিশ্বক্রিকেটের সমীহ জাগানো দল হওয়ার পথে …… বাংলাদেশ ক্রিকেটের প্রত্যেকটা জায়গার শীর্ষস্থানেই সাকিবের সদর্প বিচরণ । আন্তর্জাতিক ক্রিকেটে ব্যক্তিগত অর্জনের যা কিছু ভালো তার সবই সাকিবের । উইজডেন ক্রিকেটার ম্যাগাজিনের বর্ষসেরা হওয়া, আইসিসির ওয়ানডে এবং টেস্ট তালিকার শীর্ষ অলরাউন্ডার হওয়া, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিত ম্যাচ খেলা, প্রথম বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টি ক্রিকেটে খেলা- এই রেকর্ডগুলো শুধুই সাকিবের । সাকিবই আমাদের ক্রিকেটের ব্র্যান্ড এম্বাসেডর ! কিন্তু বাংলাদেশের একদিনের খারাপ পারফর্মেন্সেই আমরা ভুলে যাই এই সাকিব আল হাসান আমাদের কি দিয়েছে । ভুলে যাই বাংলাদেশের ক্রিকেটে সাকিবই সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার ।

তার হাত ধরেই বাংলাদেশ পেয়েছে অনেক গুরুত্বপূর্ণ জয় । কিন্তু এইসব ব্যাপার কি আদৌ বোঝে কিছু বাংলাদেশী সমর্থক, প্রাক্তন খেলোয়াড় আর সাংবাদিকেরা ? আমরা যদি জয়ের আনন্দে আত্নহারা হয়ে নাচতে পারি তাহলে কেন পারি না পরাজয়ে তাদের পাশে একটুখানি সান্ত্বনা দেয়ার মানুষ হিসেবে থাকতে ? সাকিবের কল্যানে পাওয়া জয়ে আমাদের উদ্দাম উল্লাস কেন একদিনের খারাপ পারফরমেন্সে রুপ নেয় আদিম হিংস্রতায় ??? যে সাকিব আমাদের পুরো দেশবাসীকে দলমত নিরবিশেষে একসাথে আনন্দ করার উপলক্ষ এনে দিয়েছে বহুবার, তার বাড়িতে কেন ঢিল পড়ে ? কিছু মানুষ নাকি সাকিবকে বেয়াদব বলেন । কারন কি জানেন তো …কারন হলো সাকিব সোজাসাপ্টা কথা বলেন …আর সেটাই গায়ে লাগে কিছু প্যাচানো মানুষের । তার সরলতা যদি বেয়াদবি হয় তাহলে আমি এইরকম আরো কয়েকটা বেয়াদব চাই , যারা বিশ্ব ক্রিকেটের প্রতিটা কোণে বাংলাদেশের নাম পৌঁছে দেবে , যা কখনও পারেনি তথাকথিত বিনয়ী ক্রিকেটারেরা !!! তবে তারা নিশ্চয়ই জানেন এই বেয়াদব(!!!) খেলোয়াড়টাই বাংলাদেশের জন্য কতটা সন্মান নিয়ে এসেছেন । শুধু একবার ভাবুন বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডার একজন বাংলাদেশী , শুধু ওয়ানডেতে নয় টেস্টেও !! সেটা কিন্তু এই সাকিব আল হাসান ।

তিনিই একমাত্র ক্রিকেটার যিনি একইসাথে টেস্ট ও ওয়ানডে দুই ধরনের খেলাতেই বিশ্বসেরা অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন !!! এই মুহূর্তে আমাদের দরকার সাকিবের আরো ১০ টা ক্লোন । কারন সাকিবই হয়তো সেই খেলোয়াড় যার হাত ধরে আমরা একদিন বিশ্ব ক্রিকেটের পরাশক্তি হতে পারি এবং সেই অগ্রযাত্রায় সাকিবই আমাদের স্বপ্নসারথি । আমাদের ওয়ান ম্যান আর্মি ……আমাদের ক্রিকেটের প্রতীক , আমাদের সাকিব ………………………। নিজে লিখতে পারি না। তাই বলে কি ভালো লেখা সমর্থন করতে পারব না।

লেখাটি আমার নই। সুডো ব্লগে Ochena mehedi ভাইয়ের লেখা। আমার ভালো লেগেছে। তাই আপনাদের সাথে শেয়ার করলাম।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.