আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে শক্তিশালী কামেরা যুক্ত মোবাইল নোকিয়া ৮০৮ কথন

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   এই বছরের মে মাসে বাজারে আসতে যাচ্ছে সবচেয়ে শক্তিশালী ক্যামেরা সম্পন্ন মোবাইল নোকিয়া ৮০৮। এতে আছে অবিশ্বাস্য ৪১ মেগাপিক্সেল ক্যামেরা যেই পিক্সেল ক্ষমতা কিনা ডিএসএলআর ক্যামেরাতেও থাকে না।

এর ঘোষণা দিতে গিয়ে নোকিয়ার স্মার্ট ডিভাইসের সার্বজনীন মার্কেটিং প্রধান ভেসা জুটিলা বলেন, "আমরা মেগাপিক্সেল এর এই না থামা দৌড় শেষ করতে চাই। " এই মোবাইলের উন্নতিকরন শুরু হয় প্রায় ৫ বছর আগে। প্রথমে নোকিয়ার গবেষকরা এর অপটিক্যাল জুম জোরদার করেন এবং পরবর্তীতে নজর দেন কম আলোতে ভালো ছবি তোলার দিকে। কিন্তু আরেকটি সমস্যা এসে দাঁড়ালো, ভালো মানের বড় আকারের অপটিক্যাল লেন্স গুলো কিছুতেই মোবাইলে বসানো যাবে না। সুতরাং অনেক গবেষণার পর হার্ডওয়ার ও সফটওয়ার দুটি মিলিয়েই এই সমস্যার সমাধান করা হল।

যদিও এত উন্নতমানের ছবি তোলার জন্য এই মোবাইলের ইমেজ সেন্সর অনেক বড়, তবুও এই ছবি তোলার পিছনে বাকিটুকু কাজ বিশেষ সফটওয়ার করে দেয়। যেখানে ছবি তোলার জন্য ৫মেগাপিক্সেল ক্যামেরাই যথেষ্ট, সেখানে ৪১ মেগাপিক্সেল দেওয়ার কারন জানতে চাইলে ভেসা জানান এতে ডিফল্ট ইমেজ সাইজ ৫ মেগাপিক্সেলই দেওয়া আছে যা ব্যবহারকারী চাইলে ৩৮ মেগাপিক্সেল পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন, আর এই বিশাল ৪১ মেগাপিক্সেল সেন্সর থেকে পাবেন মানসম্পন্ন অপটিক্যাল জুমিং সুবিধা। এছাড়াও আলো কম থাকলেও তুলতে পারবেন অসাধারন ছবি। যদিও এতে এলইডি ও জেনন উভয় ফ্লাশই রয়েছে। এর ডিসপ্লে থাকছে ৪" ১৬ম রঙের টাচ স্ক্রিন, যাতে রয়েছে গরিলা প্রযুক্তি যেখানে আপনি ইচ্ছে করলেও স্ক্রাচ ফেলতে পারবেন না।

এছাড়াও থাকছে ১৬জিবি স্টোরেজ, ১জিবি রম এবং ৫১২এমবি র‍্যাম। সাথে ১.৩গিগাহারজ প্রসেসর। এবং এর সাথে স্মার্ট ফোনের অন্যান্য সকল সুবিধা তো থাকছেই। বাজারে আসার আগেই নোকিয়া এখন এর প্রিঅর্ডার নিচ্ছে। ইউরোপের বাজারে এর দাম পড়বে এখন প্রায় ৮৯৫ডলার।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.