আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীর সবচেয়ে নামকরা মেডিকেল গবেষনা পত্রের বৈজ্ঞানিক গবেষনায় প্রকাশ: বাংলাদেশীরা পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ আর সৌদি আরবের নাগরিকরা সবচেয়ে অলস

বাংলাদেশ ও বাংলাদেশী মানুষদের নিয়ে সবসময় নেতিবাচক খবর শুনি বিদেশী মিডিয়ায়। এই নেতিবাচক খবরগুলোর মাঝে যে খবরটি শুনে উফুল্ল হই সেটা হলো পৃথিবীর অন্যতম নামকরা মেডিকেল গবেষনা পত্র The Lancet এ প্রকাশিত শারীরিক নিষ্ক্রিয়তা বিষয়ক একটি গবেষনা, যেখানে তারা বাংলাদেশীদের স্হান দিয়েছেন পৃথিবীর সবচেয়ে পরিশ্রমী মানুষ হিসাবে আর পৃথিবীর সবচেয়ে অলস মানুষ হিসাবে নির্ধারন করেছেন সৌদি আরবের নাগরিকদেরকে। ভারতীয়দের অবস্হান ১২ নম্বরে। যে বিষয়গুলোর উপর ভিত্তিকরে এই তালিকাটি করা হয়েছে সেগুলো হল: Physical Inactivity defined as not meeting any of the following criteria: (a) 5 x 30 minutes of moderate-intensity activity per week; (b) 3 x 20 minutes of vigorous-intensity activity per week; (c) an equivalent combination achieving 600 metabolic equivalent-min per week. বাংলাদেশের শতকরা 2.7 % পুরুষ ও 6.6 % মহিলা উপরে নির্দেশিত পরিমান শারীরিক পরিশ্রম করেন না। গড়ে 4.7 % বাংলাদেশী শারীরিক ভাবে নিষ্ক্রিয়তা প্রদর্শন করে। ইউরোপের ৩য় সর্বোচ্চ অলস মানুষের বসবাস যুক্তরাজ্যে আর ১ম হলো মাল্টার মানুষ। অকর্মন্যতার দিক দিয়ে আমারিকার মানুষদের স্হান ৪৭ নাম্বারে আর কানাডার স্হান ৬৭ নাম্বারে। যারা বৈজ্ঞানিক গবেষনার মান সম্ভন্ধে জানেন তাদেরকে জানাতে চাই যে ২০১১ সালের হিসাবে The Lancet এর Impact factor হলো 38.278। যেখানে Science এর Impact factor হলো 31.364 ও Nature 36.280এর Impact factor হলো 36.280 । উইকিপিডিয়ায় The Lancet সম্বন্ধে যা লিখা আছে: ``The Lancet is a weekly peer-reviewed general medical journal. It is one of the world's best known, oldest, and most respected general medical journals. রেফারেন্স: 1) Evidence-based intervention in physical activity: lessons from around the world, The Lancet, Early Online Publication, 18 July 2012 doi:10.1016/S0140-6736(12)60816-2 2) The guardian,U.K আরও বিস্তারিত জানতে চাইলে নিচের লিন্কে গুতা মারুন: 1)The Lancet 2) Which are the laziest countries on earth?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.