আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি মিডিয়ামের ভাই বোনেরা খেয়াল করুন। অন্যরাও দেখতে পারেন সুবিধার জন্য।

আমার পোস্ট আমার মতামতঃ যে কারো মতের সাথেই দ্বিমত হতে পারে। যা দিনকাল পড়েছে!! বলা নেই কওয়া নেই হুট করেই একটা মাইক্রোফোন সামনে ধরেই জিজ্ঞেস করল 'বাংলা বছরের মাসগুলির নাম জানেন!!' এটা কোন কথা হল!!! আমরা কি বাসা থেকে বের হওয়ার সময় প্রস্তুতি নিয়ে এসেছি নাকি!! যেকোনো এক্সামের জন্যই তো প্রিপারেশন দরকার আর এই প্রশ্ন করতে হলে তো ২ দিন আগে অন্তত জানানো উচিৎ ছিল, উইকিতে সার্চ দিয়ে জেনে নিতে পারতাম। আজ ইংরেজি মাধ্যমে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এটিএন বাংলার একটা প্রতিবেদনে দেখা গেছে কেউই বাংলা বার মাসের নাম বলতে পারেনি। কয়েকজন সরবোচ্চ ৬টি মাসের নাম বলতে পেরেছে। অধিকাংশের মতে বাংলা বছরে ছয় মাস।

'ষড়ঋতু' শব্দটার কারনেই হয়ত তাদের এই অবস্থা। বলা যায়না আগামীকাল পহেলা বৈশাখের উদযাপনের সময় আবার যেকোনো বেরসিক রিপোর্টার এমন প্রশ্ন করে মান ইজ্জত পাংকচার করে আনন্দের পালে ব্লেড লাগাতে পারে। আসুন সবাই পান্তা ইলিশের উৎসব শুরু করার আগে জেনে নেই প্রয়োজনীয় তথ্যগুলো। একই সাথে সবার মান ইজ্জতের ফালুদা হতে রক্ষা পাই। বাংলা বার মাস - ১. বৈশাখ ২. জ্যৈষ্ঠ ৩. আষাঢ় ৪. শ্রাবণ ৫. ভাদ্র ৬. আশ্বিন ৭. কার্তিক ৮. অগ্রহায়ণ ৯. পৌষ ১০. মাঘ ১১. ফাল্গুন ১২. চৈত্র ষড়ঋতু - ১. গ্রীষ্ম (বৈশাখ + জ্যৈষ্ঠ) ২. বর্ষা (আষাঢ় + শ্রাবণ) ৩. শরত (ভাদ্র + আশ্বিন) ৪. হেমন্ত (কার্তিক + অগ্রহায়ণ) ৫. শীত (পৌষ + মাঘ) ৬. বসন্ত (ফাল্গুন + চৈত্র) কেউ মাইন্ড খাইয়েন্না ভায়ারা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.