আমাদের কথা খুঁজে নিন

   

ইংরেজি শিখুন আর মুভি দেখে মজা নিন, বাংলা ইংরেজি সাবটাইটেল একই সাথে



ইংরেজি মুভি মজা পাবার জন্য আমরা সাবটাইটেল দিয়ে দেখে থাকি | মাজেমদ্দে সাবটাইটেল এর অর্থ অনেক কঠিন থাকে যা প্রকৃত অর্থ বুযা যাই না । যদি এমন হই ইংরেজি সাবটাইটেল এর সাথে সাথে একই সময় বাংলা সাবটাইটেল ও দেখায় তাহলে কেমন হই বেপার টা । এতে করে আপনি চাইলে ইংরেজি বানানের / বাক্কের বাংলা অর্থ বুজতে পারবেন । যদি এরকম মজা নিতে চান তাহলে চেষ্টা করে দেখতে পারেন । আমরা সচরাচর যেসব মুভি ডায়লগ শুনি এগোলোর অর্থ আগে কি মনে করতাম বা ডিফারেন্স টা কি হতে পারে এর থেকে একটা ধারণা পেতে পারেন ।

নিচের ধাপ গুলু অনসরণ করতে পারেন - ১। কেএমপ্লেয়ার দিয়ে মুভি টি চালাতে হবে । এই লিংক থেকে কেএমপ্লেয়ার না থাকলে নামিয়ে নিতে পারেন । ২। এই লিংক এর মুভি লিস্ট থেকে যেকোনো একটা সাবটাইটেল নামিয়ে নেন ।

৩। ধরুন আপনি " দি প্রেসটিজ " মুভি বাংলা সাবটাইটেল টি নামিয়েসেন । এখন গুগল সার্চ করে এর ইংরেজি সাবটাইটেল টা নামিয়ে নেন লিংক । ৪। মুভি টা আপনের হার্ডড্রাইভ থেকে চালানো শুরু করেন "কেএমপ্লেয়ার" দিয়ে ইংরেজি সাবটাইটেল সহ ।

৫। এখন “ কেএমপ্লেয়ার” -> রাইট ক্লিক করে -> সাবটাইটেল ->Marge/Save as ->Marge into(ignore lang class) -> গিয়ে এক নং ধাপে নামানো বাংলা সাবটাইটেল টি দেখিয়ে দেন । উপাভোগ করুন । সুধু বাংলা সাবটাইটেল দেখতে চাইলে আপনাকে সুধু বাংলা সাবটাইটেল টেনে “ কেএমপ্লেয়ার” এ ও দেখতে পারেন । গুগল করে আরো অনেক বাংলা সাব টাইটেল নেট এ পাবেন ।

যারা কষ্ট করে ইংরেজি মুভি বাংলা সাবটাইটেল করে জাস্সেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই । এই রকম একটা কাজ করসেন যারা Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.