আমাদের কথা খুঁজে নিন

   

চলে যাব খলিফা আশরাফ

সময় অসময় বলে কিছু নেই ডাক পড়লেই চলে যেতে হয়, অদৃশ্য অমোঘ নির্দেশে ঋজু দেহ সমর্পিত হয় আনুগত্য-বিভায় অন্তহীন নিরুদ্দেশে একাকী কেবল । সময় অসময় বলে কিছু নেই কখন কি যে ঘটে অজানা-অচিন, সকালের মুক্তো-শিশির, ছাতিমের গোল পাতার ঘর, পাখির মুখের গৃহ সরমজাম-খড়কুটো সব টুপ করে ঝরে পড়ে দমকা বাতাসে, সকল পাহারা ছিন্ন করে নিমেষে হংসছানা উঠে যায় চিলের নখাগ্রে, মনোযোগী সতর্কতা ভেদ করে আমস্বত্ত্ব নষ্ট হয় নিপুন গৃহিণীর তাওয়ায় পিঠা অকস্মাৎ পুড়ে কালো হয়, অতি-যত্ন ব্যর্থ করে অসময়ে গর্ভ-পাত ঘটে যায় কোন পোয়াতির । কখন কি যে ঘটে, যায় না বলা সময় অসময় বলে কিছু নেই ডাক পড়লেই চলে যেতে হয় চলে যাব ।।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।