আমাদের কথা খুঁজে নিন

   

একসময় আমি খুব আশাবাদী একজন মানুষ ছিলাম - এখন মাঝে মাঝে নিজেকে বোকা মনে হয়। বাংলাদেশে আশাবাদী আর বোকামী মনে হয় সমার্থক হয়ে যাচ্ছে।

আমাদের দেশের নেতৃবৃন্দ আমাদের কথা ভাবেন কি আদৌ? কতটুকু মূল্য আছে সাধারন আমাদের ভাল লাগা বা খারাপ লাগার? আমি আগে একটা কথা বলতাম - আমরা বাঙ্গালীরা অনেকটা আফ্রিকানদের মত - আমাদের একজন শ্বেতাঙ্গ লাগে শাসণ (তথা শোষণ) করার জন্য। নাজিল হওয়া মানুষ ছাড়া আমরা চলতে পারি না। হয় বঙ্গবন্ধুর পরিবার না হয় জিয়াউর রহমানের পরিবার না হলে আমরা শাষণের ভার দিয়ে ভরসা পাই না। আর এই দুই পরিবার আমাদের উপর তাদের পিতৃহত্যা আর পতিহত্যার শোধ নেয়। আজকে যখন সহস্রাধিক মানুষ নিখোজ বা নিহত সাভারে, তখনও আমরা ব্যাস্ত দলের লোক বাচাতে বা হরতাল দিতে।

মন্ত্রীরা ব্যাস্ত হাস্যকর মন্তব্য করতে। কিছু মানুষ ব্যাস্ত কেন রাস্ট্রপতি সাভারে যাননি বা কেন প্রথম আলো তার অনুষ্ঠান পিছায়নি তা নিয়ে। এইসব নেতা আর পাতিনেতাদের ভাড়ামী হতাশাজনক। অনেকের মুখে শুনি - একটা ভাল নেতৃত্ব বদলে দিতে পারে বাংলাদেশকে। কিন্তু হায় নেতৃত্ব খুজে পেতে আর কতদিন।

নিঃস্বার্থভাবে আমরা সাভারে উদ্ধারকাজে যাই, যেকোন দুর্যোগ মোকাবেলা করি। এই শক্তিকে কি আমরা আমাদের সার্বিক মুক্তির জন্য কাজে লাগাতে পারি না? আমাদের দেখভাল আমাদের নিজেদেরই করতে হবে। অথবা আমাদের নেতৃত্বকে বাধ্য করতে হবে। একসময় আমি খুব আশাবাদী একজন মানুষ ছিলাম - এখন মাঝে মাঝে নিজেকে বোকা মনে হয়। বাংলাদেশে আশাবাদী আর বোকামী মনে হয় সমার্থক হয়ে যাচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.