আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধুর কি আর কোন ছবি ছিলোনা? সব নোটে একই ছবি! টাকা বুঝতে তো মহা গ্যাঞ্জাম!

কাল দোকানদার আমাকে একটা নতুন ২০ টাকার নোট দিলো। দেখলাম নোটটা। হালকা সবুজ কালারের নোট তাতে হাল্কা লালের ছাপ। যদি বর্ণান্ধ না হই তাহলে মনে হয় যে আমাদের নতুন ৫০০ টাকার নোটের কালারটাও অনেকটা এরকম। এমনিতেই ৫০০ আর ১০০ টাকার নোট নিয়ে বহুত ফাঁপড়ে আছি।

দুইটা নোটই এত বেশি সাদৃশ্যপুর্ণ যে মাঝে মাঝেই চোখের ভুল হয়ে যায়। তারপর আবার মনে করেন হাল্কা নীল ১০০ টাকার নোট একটু বাঁকা করে ধরলে তা ৫০০ টাকার হাল্কা সবুজ কালারের মতো মনে হয়। কি বিপদ! তার উপর এখন আবার এই ২০ টাকার নোট! সবগুলা নোটের সাইজও একরকম। টাকা বুঝতে তো রীতিমতো টাক পড়ে যাচ্ছে মাথায়। সরকার যে সিদ্ধান্ত নিলো তাতে আমার অবস্থান খুবই ডাল-ভাত।

মানে আমি আম জনতা। আমার কাছে টাকার মুল্যমানটাই আসল। কার ছবি থাকলো না থাকলো তাতে আমার কি? কিন্তু কথা হলো আমরা তো সব সুন্দর করে করতে পারি তাইনা? বঙ্গবন্ধুর ছবি প্রতিটা নোটেই থাকুক কিন্তু ছবি কি এই একটাই রে ভাই!! বঙ্গবন্ধুর কি আর কোন ছবি নাই? এই যে প্রায়ই নানা ধরনের লীগের নানা মিছিল, সমাবেশ দেখি তাতে সবার হাতে ধরা বঙ্গবন্ধুর কত রকমের ছবি! কিন্তু টাকার উপরে সেই একই ছবি। প্রতিটা নোটে এক ছবি এতে কনফিউশন আরো বেড়ে যায়। সরকার তো চাইলেই একেক নোটে একেকটা ছবি দিতে পারতো।

৭ই মার্চের ছবি আছে আছে আরো নানা সুন্দর ছবি। নোটে ভিন্ন ভিন্ন ছবি দিলে এই সমস্যাটা বোধহয় খানিকটা হলেও দূর করা যেতো। যাহোক নোট বোধ হয় আবার পরিবর্তন হবে। তখন ভাই সরকার, পিলিজ ব্যাপারটা মাথায় রাখবেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.