আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান, মাথায় চক্বর দিতে পারে ১০০ দ্বারা বিভাজ্য ইংরেজি সালগুলো লিপ-ইয়ার না, কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য সালগুলো লিপ-ইয়ার কেন?

এটা আমার জন্য অনেক সুখকর যে, আমি এখন ব্লগ ও ফেইসবুক থেকে নিজেকে আসক্তিমুক্ত রাখতে পারছি। পরিবার ও পেশাগত জীবনের কর্মব্যস্ততা অনেক আনন্দের। ... ব্লগে মনোযোগ দিতে পারছি না; লিখবার ধৈর্য্য নেই, পড়তে বিরক্ত লাগে। অঙ্ক দেখলে যাঁদের মাথায় চক্বর লাগে, তাঁরা দয়া করে ঢুকবেন না ঢুকলে পাগল হয়ে বের হয়ে যাবেন, এ গ্যারান্টি থাকলো অঙ্ক ও ধাঁধা যাঁদের দারুণ শখের বিষয়, তাঁদের কাছে এটি খুব মজা লাগবে এটির অবশ্য কোনো গ্যারান্টি নেই পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের মোট সময় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। এই ব্যবধান ঘোচাতে গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রতি চার বছরের ফেব্রুয়ারি মাসে একটি অতিরিক্ত দিন যোগ করা হয়।

ব্যতিক্রম হচ্ছে সে শতাব্দীতে যে শতাব্দীকে ৪০০ দিয়ে ভাগ করা যায় না। অর্থাৎ ১০০ দ্বারা বিভাজ্য ইংরেজি সালগুলো লিপ-ইয়ার না, কিন্তু ৪০০ দ্বারা বিভাজ্য সালগুলো লিপ-ইয়ার। কীভাবে? ঐকিক নিয়মের অঙ্ক নিচে দিলাম। নিজ দায়িত্বে বুঝে নেবেন। অঙ্কটি কষতে কষতে চোখে এখন কিছুই দেখতে পাচ্ছি না হিসাবে কিছু মিনিট বা সেকেন্ডের গড়মিল হতে পারে।

সেটি আপনি নিজে করে আমাকে ধরিয়ে দিলে একটা ‘সুবিশাল ধন্যবাদ’ উপহার পাবেন অঙ্ক প্রতি ১ বছরে সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর অতিরিক্ত সময় লাগে=৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। প্রতি ৪ বছরে পৃথিবীর অতিরিক্ত সময় লাগে : ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড x ৪ = ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড। প্রতি ৪ বছরে ১টি লিপ-ইয়ার দিবস অর্থাৎ ২৪ ঘণ্টা যোগ করা হয়। ফলে প্রতি ৪ বছরে (২৪ ঘণ্টা - ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড ) বা ৪৪ মিনিট ৫২ সেকেন্ড বাড়তি হয়। অর্থাৎ প্রতিটি ৪র্থ বছর ধরা হয় ৩৬৬ দিনে, যদিও পৃথিবী ৩৬৫ দিন ২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড সময়ে অক্ষপথে এক চক্র সম্পন্ন করার কোনো নির্দিষ্ট বিন্দুতে পৌঁছে যায়।

এর ফলে সময়ের হিসাবে প্রতি ৪ বছরে ৪৪ মিনিট ৫২ সেকেন্ড বাড়তি হয়। প্রতি ১০০ বছরের (১ শতাব্দী) প্রথম ৯৬ বছরে ২৪টি লিপ-ইয়ার হয়। ২৪টি লিপ-ইয়ারে বাড়তি হয় : ২৪ x ৪৪ মিনিট ৫২ সেকেন্ড= ১৭ ঘণ্টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড। অর্থাৎ প্রতি ১০০ বছরের (১ শতাব্দী) প্রথম ৯৬ বছরে ২৪টি লিপ-ইয়ার দিবস যোগ হওয়ার ফলে মোট সময় বাড়তি হয়= ১৭ ঘণ্টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড। আবার প্রতি ১০০ বছরের (১ শতাব্দী) শেষ ৪টি বছরে পৃথিবী পিছিয়ে পড়ে : ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড x ৪=২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড।

ফলে প্রতি ১০০ বছরে (১ শতাব্দী) পৃথিবী পিছিয়ে পড়ে : (২৩ ঘণ্টা ১৫ মিনিট ৮ সেকেন্ড - ১৭ ঘণ্টা ৫৬ মিনিট ৪৮ সেকেন্ড)= ৫ ঘণ্টা ১৮ মিনিট ২০ সেকেন্ড। এবার প্রতি ৪০০ বছরের হিসাব হবে নিম্নরূপ : প্রথম ১০০ বছরের পৃথিবী পিছিয়ে পড়ে= ৫ ঘণ্টা ১৮ মিনিট ২০ সেকেন্ড। এভাবে প্রতি ৪০০ বছরে পৃথিবী পিছিয়ে পড়ে : ৫ ঘণ্টা ১৮ মিনিট ২০ সেকেন্ড x ৪= ২১ ঘণ্টা ১৩ মিনিট ২০ সেকেন্ড এবার প্রতি ৪০০তম বছরে একটা লিপ-ইয়ার দিবস যোগ করে দেয়া হয়, ফলে সময় আবার এগিয়ে যায় ৩ ঘণ্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড। এভাবে প্রতি ৪০০ বছরে যদি ৩ ঘণ্টা ৪৬ মিনিট ৪০ সেকেন্ড সময় বাড়তি হয়, যার কোথাও কোনো হিসাব-নিকাশই রাখা হয় না, তাহলে কয়েক শ’ কোটি বছর পর এ বাড়তি সময়টা কীভাবে ম্যানেজ করা হবে তা নিয়ে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে পৃথিবীর কারো কোনো মাথা ব্যথাই নেই, একমাত্র আমি ছাড়া তাই আসুন, পৃথিবীর বিজ্ঞানী সমাজকে সচেতন করার জন্য আজই পৃথিবী ব্যাপী আমরা একটা মানববন্ধনের ব্যবস্থা করি বিঃ দ্রঃ আপনার প্রাইমারি স্কুলের বাচ্চাকে এবার এ ব্যাপারটি বুঝিয়ে বলুন। আপনি ওর কাছে 'হিরো' বনে যাবেন, যদি ঠিকঠাক মতো বোঝাতে পারেন এর উলটোটার জন্য দায়ী আপনি নিজেই উল্লেখ্য, এটি ওদের অঙ্ক বইয়ের তথ্য যে, ১০০ দ্বারা বিভাজ্য সালগুলো লিপ-ইয়ার না, যদিও বইতে কোনো ব্যাখ্যা নেই কী, আমি কি বলি নি, অঙ্কে মজা নে পেলে ঢুকবেন না? এবার বুঝুন মজা!! ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.