আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু করছে দেশ জয় আর বঙ্গকন্যা করছে দেশের সমুদ্র জয়....এইবার যাইবেন কৈ? চিপায় পইরা খালি কান্দেন!!!

thinking আমরা যারা দেশ গেল দেশ গেল বইলা এত চিল্লা-পাল্লা করি তারা কি একটু ভাইবা দেকছেন বিষয়টা! ১৯৭১ সালে বঙ্গবন্ধু দেশ জয় করছিল কিন্তু দেশের পানি জয় কইরা যাইতে পারেনাই। কিন্তু তার সেই অসম্পূর্ণ কাজটা কিন্তু এইবার সম্পূর্ণ হইয়া গেছেগা। বঙ্গকন্যা বেগম শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু এইবার ঐ কামটা কইরা ফেলাইছে। বঙ্গপসাগর পুরাটা জয় কইরা ভারত মহাসাগরে হাত দিছে। আর একটু সামনে গেলেই কিন্তু এন্টার্কটিকা মহাদেশ।

বঙ্গকন্যা যদি আবার ক্ষমতায় আইতে পারে তবে সেটাও জয় কইরা ফেলব। তবে এই যে সমুদ্র জয় করল সেটাই বা কম কিসে? বঙ্গবন্ধু মাত্র ১৪৪০০০ বর্গকিলোমিটার জায়গা জয় করছে কিন্তু আমাগো বঙ্গকন্যা তার চাইতেও কিন্তু বেশী জায়গা জয় করছে। তবে কেউ আবার এইটা মনে কইরেন না বাঁশের থেকে কঞ্চি বড়। কিন্তু কথা হইল শেখ সাহেবের সরকার আমরা দেখি নাই তবে শুনছি তার মৃত্যুতে কেউ নাকি চোখের পানি ফেলে নাই। আর বঙ্গকন্যার শাষণ দেইখা খালি কানতেই আছি আর কানতেই আছি।

জানিনা কবে এই কান্না শেষ হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.