আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল ট্র্যাজেডি : অকৃতজ্ঞতাই আমাদের পুরস্কার

যে নিরপেক্ষ সে একা, যে একা নয় সে বিশুদ্ধ নিরপেক্ষ নয়। কদিন আগে সিওমেকে নিউরোসার্জারীতে ১ বালক ভত্তি হয় ৩ তলা থেকে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে। তখন আমি অন্য ওয়ার্ডে কর্মরত। রোগীটা আমার পরিচিতর পরিচিত। ফলে আমার 'পরিচিত' চান্স পেয়েই আমায় কল লাগায়।

গিয়ে দেখি আমার ১ সহকর্মী ডাঃ রোগীর ড্রেসিংএর এন্তেজাম করছে। সে জানায় রোগী খারাপ, নেগেটিভ কাউন্সেলিং করা হোয়েছে। রোগীর ফ্রন্টাল বৌন দুমড়ে মুচড়ে ব্রেইন ম্যাটারে ঢুকে গেছে মনে হোল। সাথে ব্ল্যাক আই। প্রলাপ বকছে।

ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলে 'পরিচিত' জনগোষ্ঠী আমায় ছেঁকে ধরে। তাদের সান্ত্বনা দিয়ে করণীয় বুঝিয়ে দিয়ে চলে আসি। মাসখানেক পরের কথা। ঐ পরিচিতদের সাথে দেখা। ঐ রোগীর ব্যাপারে তাদের কোন রা নেই দেখেই বুঝলাম রোগী ভালো হোয়ে গেছে।

নইলে গালিগালাজ করার কথা। খুশিমনে শুধাই- কী খবর ঐ রোগীর? সাথে সাথে তারা বিদ্বেষে ফেটে পড়ে- 'রুগী ত পুরাই ভালা অইয়া গ্যাছে। অতছ হালা ডাক্তারে কইছিল রুগীর অবস্তা খুব খারাব। রুগী বলে বাচব না। এইসব নরপশুঐ আইজকাইল অইছে ডাক্তার'।

বুঝলাম তারা নেগেটিভ কাউন্সেলিং এর জন্য এতটা ক্রুদ্ধ, কিন্তু ঐ ভয়াবহ মৃতপ্রায় রোগীর ফিরে আসার বিনিময়ে ডাঃকে ধন্যবাদ দিতে বিন্দুমাত্র রাজি নয়। তাদের সাথে আর কথা বলতে রুচি হোল না। কেবল বুঝলাম ডাঃদের জন্য পৃথিবীটা বড্ড শ্বাপদসঙ্কুল হোয়ে যাচ্ছে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।